

২৪ ঘণ্টায় দেশে আরও ২.৭১ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক মৃত্যুসংখ্যা কমেছে। পজিটিভিটিব রেট ১৬.৬৬ শতাংশ থেকে সামান্য কমে ১৬.২৮ শতাংশ হয়েছে।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২,৭১,২০২ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ২,৬৮,৮৩৩ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪।
২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩১৪ জন করোনা রোগী। এই নিয়ে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬।
দেশে এখন মোট সক্রিয় কেস ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭, যা গতকালের চেয়ে ১.৩২ লক্ষ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ১,৩৮,৩৩১ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৭২১।
২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬,২০৫ জন। এরপর রয়েছে কর্ণাটক (৩২,৭৯৩), তামিলনাড়ু (২৩,৯৮৯), দিল্লি (২০,৭১৮), পশ্চিমবঙ্গ (১৯,০৬৪)।
দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৭৪৩ জন। দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।
দেশে এখনও পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও প্যারাসুট ডোজ মিলিয়ে মোট টিকাকরণ হয়েছে ১৫৬ কোটি ৭৬ লক্ষ ১৫ হাজার ৫৪৫ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৬৬ লক্ষ ২১ হাজার ৩৯৫ জনের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন