COVID-19: বাড়লো দৈনিক সংক্রমণ ও অ্যাক্টিভ কেস, দেশে ২৪ ঘন্টায় মৃত ৮১৭

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনের।শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে মাত্র ৩৩ লক্ষ ৮১ হাজার ৬৭১ জনের, গতকাল হয়েছিল ৩৬.০৫ লক্ষ।
COVID-19: বাড়লো দৈনিক সংক্রমণ ও অ্যাক্টিভ কেস, দেশে ২৪ ঘন্টায় মৃত ৮১৭
ফাইল ছবি, সৌজন্যে বিজনেস টুডে

আরো ‌বাড়লো দৈনিক সংক্রমণ, এই নিয়ে পরপর দ'দিন। শেষ ২৪ ঘন্টায় প্রায় ৪৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন দেশে, যা গতকালের তুলনায় ৫ শতাংশ বেশি। দৈনিক সংক্রমণে দিক দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে কেরল। পাশাপাশি দেশে অ‍্যাক্টিভ কেস বেড়েছে শেষ ২৪ ঘন্টায়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন প্রায় ৪৩ হাজার মানুষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৮১৭ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৯৩০। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪, যা গতকালের চেয়ে ৭৮৪ বেশি। একদিনে সুস্থ হয়েছেন প্রায় ৪৪ হাজার রোগী। মোট সুস্থ ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এই মুহূর্তে সেখানে মোট সক্রিয় কেস ১.০৮ লক্ষ, যা গতকালের তুলনায় প্রায় ৪ হাজার বেশি।

মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩২৬ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় রোগী এখানেই, ১.১৭ লক্ষ। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৮৫৭ জনের।

তামিলনাড়ুতে একদিনে ৩ হাজার ৩৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। রাজ‍্যে সক্রিয় কেস প্রায় ৩৪ হাজার।

অন্ধ্রপ্রদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার।

এছাড়াও অরুনাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিশগড় এবং মণিপুরে দৈনিক সংক্রমণ উদ্বেগজনক।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনের।শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে মাত্র ৩৩ লক্ষ ৮১ হাজার ৬৭১ জনের, গতকাল হয়েছিল ৩৬.০৫ লক্ষ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in