COVID-19: ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত প্রায় ৪৩ হাজার, একদিনে টিকাকরণ কমেছে ২৫ লক্ষ

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ১.৭৬ লক্ষ।
COVID-19: ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত প্রায় ৪৩ হাজার, একদিনে টিকাকরণ কমেছে ২৫ লক্ষ
ফাইল ছবি - সৌজন্যে আউটলুক

২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৪৩ হাজার। এর মধ্যে কেরলেই প্রায় সাড়ে ২২ হাজার। ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে পাঁচশো করোনা রোগীর। গতকালের পর আজও বেড়েছে অ‍্যক্টিভ কেস।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ৪২,৬৫২ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৫৩৩ জন করোনা রোগী। গতকাল মৃত‍্যু হয়েছিল ৫৬২ জনের। এর ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ১১ হাজার ৭৬, যা গতকালের চেয়ে ৭২৩ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৪১,৭২৬ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে, এখানের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ১.৭৬ লক্ষ।

মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬,১২৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯৫ জনের। রাজ‍্যে বর্তমানে সক্রিয় রোগী প্রায় ৭৬ হাজার। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৪১০ জনের।

তামিলনাড়ুতে একদিনে ১ হাজার ৯৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের। রাজ‍্যে সক্রিয় কেস ২০ হাজার।

এছাড়াও উত্তর-পূর্বের রাজ‍্যগুলির পরিস্থিতিও উদ্বেগজনক। মিজোরামে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,০৮৭ জন। ওড়িশা, আসাম, মণিপুর ও মেঘালয়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৩১৫, ১,০৬৫, ৭৬৫ ও ৫২১।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৩৭ লক্ষ ৫৫ হাজার ১১৫ জনের, গতকাল হয়েছিল ৬২.৫৩ লক্ষ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in