COVID-19: ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ৪২,৬২৫, গতকালের চেয়ে ১২ হাজার বেশি, বাড়লো দৈনিক মৃত্যু সংখ্যাও

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২৩,৬৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ১.৭৩ লক্ষ।
পথে আমজনতা
পথে আমজনতাফাইল ছবি

গতকালের তুলনায় ১২ হাজার করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়লো দেশে। ২৪ ঘন্টায় দেশে প্রায় ৪৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেরলেই প্রায় ২৪ হাজার। দেশে দৈনিক মৃত্যুর সংখ‍্যাও বেড়ে সাড়ে পাঁচশো ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় অ‍্যক্টিভ কেসও বেড়েছে।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩০,৫৪৯ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৫৬২ জন করোনা রোগী। গতকাল মৃত‍্যু হয়েছিল ৪২২ জনের। এর ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩, যা গতকালের চেয়ে ৫,৩৯৫ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৩৬,৬৬৮ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে, এখানের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ১.৭৩ লক্ষ।

মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬,০০৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭৭ জনের। রাজ‍্যে বর্তমানে সক্রিয় রোগী প্রায় ৭৭ হাজার। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২১৫ জনের।

তামিলনাড়ুতে একদিনে ১ হাজার ৯০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। রাজ‍্যে সক্রিয় কেস ২০ হাজার।

এছাড়াও উত্তর-পূর্বের রাজ‍্যগুলির পরিস্থিতিও উদ্বেগজনক। মিজোরামে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। ওড়িশা, আসাম, মণিপুর ও মেঘালয়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,১২৯, ১,১৮২, ৭৫৩ ও ৫৫৬।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৪৮ কোটি ৫২ লক্ষ ৮৬ হাজার ৫৭০ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৬২ লক্ষ ৫৩ হাজার ৭৪১ জনের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in