COVID-19: কেরল সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির অবস্থা উদ্বেগজনক, পরপর দু'দিন সক্রিয় কেস বাড়ল দেশে

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে মাত্র ২২ লক্ষ ৭৭ হাজার ৬৭৯ জনের, গতকাল হয়েছিল ৩৪.২৫ লক্ষ।
COVID-19: কেরল সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির অবস্থা উদ্বেগজনক, পরপর দু'দিন সক্রিয় কেস বাড়ল দেশে
ছবি প্রতীকী সংগৃহীত

গতকালের তুলনায় সামান্য দৈনিক সংক্রমণ বাড়লো দেশে। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কেরালা সহ উত্তর-পূর্বের রাজ‍্যগুলির সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে অ‍্যাক্টিভ কেস বেড়েছে প্রায় আড়াই হাজার। এই নিয়ে পরপর দু'দিন অ‍্যাক্টিভ কেস বাড়লো দেশে। একদিনে টিকাকরণ হয়েছে মাত্র ২২ লক্ষ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার মানুষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৫০৭ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৩,৯৯৮। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সঠিক ভাবে যাচাই করতে গতকাল দৈনিক মৃত্যু সংখ‍্যা বেড়েছিল দেশে। এর‌ ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪, যা গতকালের চেয়ে ২,২২৪ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৩৮,৬৫২ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে, এখানের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, ১.৩০ লক্ষ। রাজ‍্যে সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণও ফের ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৮,১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১৬৫ জনের। রাজ‍্যে বর্তমানে সক্রিয় রোগী ৯৮ হাজার। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯১৮ জনের।

তামিলনাড়ুতে একদিনে ১ হাজার ৮৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ‍্যে সক্রিয় কেস প্রায় ২৬ হাজার।

অন্ধ্রপ্রদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। এখানে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ২৪ হাজার।

ওড়িশা, আসাম, মণিপুর ও মেঘালয়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৯২৭, ১,৫৪৭, ৩,১২৭ ও ৫৫৮।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে মাত্র ২২ লক্ষ ৭৭ হাজার ৬৭৯ জনের, গতকাল হয়েছিল ৩৪.২৫ লক্ষ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in