COVID-19: চার মাস পর ৩০ হাজারে নামলো দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত ৩৭৪

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ৬ হাজার ১৩০, যা গতকালের চেয়ে ১৪ হাজার কম। একদিনে সুস্থ হয়েছেন ৪৫,২৫৪ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০।
COVID-19: চার মাস পর ৩০ হাজারে নামলো দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত ৩৭৪
ফাইল ছবি
Published on

৩০ হাজারে নামলো দেশের দৈনিক সংক্রমণ। শেষ চার মাসে যা সর্বনিম্ন। শেষ ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যু নেমেছে ৪০০-র নীচে। গতকালই ৫০০-র নীচে নেমেছিল দেশে করোনায় মৃত্যু সংখ্যা।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার মানুষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩৭৪ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৪৯৯। গত ৩১ মার্চের পর এই প্রথম দৈনিক মৃত্যু সংখ‍্যা ৪০০-র নীচে নেমেছে। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ৬ হাজার ১৩০, যা গতকালের চেয়ে ১৪ হাজার কম। একদিনে সুস্থ হয়েছেন ৪৫,২৫৪ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৪১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৪০১ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে মাত্র ৫২ লক্ষ ৬৭ হাজার ৩০৯ জনের, গতকাল হয়েছিল ১৩.৬৩ লক্ষ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in