COVID-19: অক্টোবরের পর এই প্রথম দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়ালো, মৃত ২৫৭

মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, মধ‍্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লিতে দৈনিক সংক্রমণ সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ দেড় হাজার ছাড়িয়েছে।
COVID-19: অক্টোবরের পর এই প্রথম দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়ালো, মৃত ২৫৭
প্রতীকী ছবি
Published on

গতকালের তুলনায় কয়েক হাজার বাড়লো দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৫৯ হাজার ১১৮, গতকাল যা ছিল ৫৩ হাজার। গত বছর অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ২৫৭ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জনের। ২৪ ঘন্টায় সক্রিয় কেস প্রায় ২৬ হাজার বেড়ে দেশে মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৬৬ তে।

করোনার দ্বিতীয় ঢেউ সবথেকে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে, যা সামলাতে আপতত হিমসিম খাচ্ছে প্রশাসন। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড তৈরি হচ্ছে সেখানে। গোটা রাজ‍্যেই লকডাউন জারি করা হতে পারে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রী। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৬ হাজার (২৫,৯৫২), গতকাল এই সংখ্যাটা ছিল ৩২ হাজারের কাছাকাছি। ২৪ ঘন্টায় সেখানে কোভিডে প্রাণ হারিয়েছেন ১১১ জন। রাজ‍্যে মোট আক্রান্ত ২৬ লক্ষ ৮৩৩, এর মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার। করোনার কারণে রাজ‍্যে মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৭৯৫ জনের। কোভিড প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক জায়গায় কার্ফু, বিধিনিষেধ জারি করা হয়েছে।

মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, মধ‍্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লিতে দৈনিক সংক্রমণ সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ দেড় হাজার ছাড়িয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in