
শেষ ২৪ ঘন্টায় দেশে বাড়লো দৈনিক সংক্রমণ। তবে মৃত্যু সংখ্যা কমেছে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ২.০৮ লক্ষ মানুষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩ হাজার ৮৪৭ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৪ হাজার ১৫৭। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭, যা গতকালের তুলনায় ৭৫ হাজার কম। একদিনে সুস্থ হয়েছেন ২.৮৩ লক্ষ রোগী। মোট সুস্থ ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১।
২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে তামিলনাড়ুতে। একদিনে সেখানে ৩৩ হাজার ৭৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। রাজ্যে সক্রিয় কেস ৩.১০ লক্ষ।
কেরলে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫১ জনের। সেখানে সক্রিয় কেসের সংখ্যা ২.৪৮ লক্ষ।
এরপর রয়েছে কর্ণাটক। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮১১ জন এবং মৃত্যু হয়েছে ৫৩০ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় রোগী এখানেই, ৪.০৯ লক্ষ।
মহারাষ্ট্রে শেষ কয়েকদিনে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা এখনও বেলাগাম। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৫২ জন এবং মৃত্যু হয়েছে ৯৯২ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কেস ৩.১৭ লক্ষ। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৯১ হাজার ৩৪১ জনের।
এই চারটি রাজ্য ছাড়াও অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং পাঞ্জাব - এই পাঁচটি রাজ্যের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। এই পাঁচটি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৮,২৮৫, ১৬,২২৫, ১১,৬২৩, ৫,৬৯৯ এবং ৪,০০৪।
২৪ ঘন্টায় দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও কেরলে কোভিডে প্রাণ হারিয়েছেন যথাক্রমে ১৩০, ১৮৫, ১৯৩, ১৫৩ ও ১৫১ জন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন