
দেশে দৈনিক করোনা সংক্রমণে গতকালের রেকর্ড ভেঙে ফের নতুন রেকর্ড তৈরি হলো। গতকালই দেড় লাখের গন্ডি ছাড়িয়ে গিয়েছিল, আজ তা প্রায় ১ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই, যা এককথায় ভয়াবহ। একদিনে কোভিডে প্রাণ হারিয়েছেন ৯০০ জনেরও বেশি মানুষ। ২৪ ঘন্টায় সক্রিয় কেস বেড়েছে প্রায় ১ লক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও বিশেষজ্ঞদের তরফ থেকে বারবার টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২, এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ এটাই। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭। এর ফলে মোট কোভিড আক্রান্তের সংখ্যার হিসেবে ব্রাজিলকে টপকে বিশ্বের দ্বিতীয় দেশের স্থান দখল করেছে ভারত। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৯০৪ জন, গতকাল ৮৩৯ জন প্রাণ হারিয়েছিলেন। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জনের। ২৪ ঘন্টায় সক্রিয় কেস প্রায় ১ লক্ষ বেড়ে দেশে মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ১ হাজার ৯।
করোনার দ্বিতীয় ঢেউ সবথেকে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে, যা সামলাতে আপতত হিমসিম খাচ্ছে প্রশাসন। শেষ ২৪ ঘণ্টায় সেখানে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, ৬৩ হাজার ২৯৪। ২৪ ঘন্টায় রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ৩৪৯ জন। রাজ্যে মোট আক্রান্ত ৩৪ লক্ষ ৭ হাজার ২৪৫, এর মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৯৭। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৯৮৭ জনের। চলতি সপ্তাহেই রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারে উদ্ধব ঠাকরের সরকার।
মহারাষ্ট্র ছাড়াও ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট - এই আটটি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। উত্তরপ্রদেশে ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ১৫,২৭৬। ছত্তিশগড়, দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, গুজরাট, মধ্যপ্রদেশে এই সংখ্যাটা যথাক্রমে ১০,৫২১, ১০,৭৭৪, ১০,২৫০, ৬,৬১৮, ৬,৯৮৬, ৫,৪৬৯, ৫,৯৩৯।
দিল্লিতে গতকালই করোনাকালের সর্বাধিক আক্রান্তের সংখ্যা সন্ধান পাওয়া গেছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে গুজরাটের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সে রাজ্যের হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মচারী করোনা আক্রান্ত। বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি চলবে বলে জানা গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন