

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হলেন ৯,৮১৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিলো ৮,৪২৬। একদিনে একলাফে প্রায় দেড় হাজার বাড়লো করোনা সংক্রমণ। সংক্রমণ বাড়ার পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪ হাজার ৮০৫ জন।
মঙ্গলবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ২,২৩৪ জন। সুস্থ হয়েছেন ১,২০৯ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১,৯০২। সুস্থ হয়েছে ১,০৯৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৫৮১ জন। সুস্থ হয়েছেন ২৬১ জন। হাওড়ায় ৫৭৭ জন। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সোমবারের তুলনায় (৩৮) এই সংখ্যা কিছুটা বেশি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৫০,০৪৪ জনের। যে সংখ্যাটা গত দু’দিনের তুলনায় কিছুটা বেশি। গতকাল পর্যন্ত রাজ্যে পরীক্ষা হয়েছিলো ৯৮,৫০,৭২৮ টি নমুনা। এদিনের হিসেব ধরে রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৯,০০,৩২২ জনের। রাজ্যের মোট ১০৫টি ল্যাবে এই পরীক্ষা চলছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন