Covid 19: সংক্রমণ বেড়ে ৬৮ হাজার, দ্রুত বাড়ছে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা

মাত্র কয়েক সপ্তাহেই সম্পূর্ণ পাল্টে গেছে দেশের করোনা পরিস্থিতি। একদিনে দেশে করোনা আক্রান্ত হলেন ৬৮ হাজারেরও বেশি মানুষ। আজকের দৈনিক সংক্রমণের হিসেবে অন‍্য সব দেশকে পিছনে ফেলে দিয়েছে ভারত।
Covid 19: সংক্রমণ বেড়ে ৬৮ হাজার, দ্রুত বাড়ছে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

৫৩ হাজার, ৫৯ হাজার, ৬২ হাজার, ৬৮ হাজার। ভাবছেন তো এই সংখ‍্যাগুলো আবার কী? এটা শেষ কয়েকদিনে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মাত্র কয়েক সপ্তাহেই সম্পূর্ণ পাল্টে গেছে দেশের করোনা পরিস্থিতি। একদিনে দেশে করোনা আক্রান্ত হলেন ৬৮ হাজারেরও বেশি মানুষ। আজকের দৈনিক সংক্রমণের হিসেবে অন‍্য সব দেশকে পিছনে ফেলে দিয়েছে ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮ হাজার ২৯, গতকাল যা ছিল সাড়ে ৬২ হাজারের কিছু বেশি। গত পাঁচ মাসে এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৩৯ হাজার ৬৪৪।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ২৯১ জন,‌ গতকাল ৩০০ ছাড়িয়ে গিয়েছিল মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৮৪৩ জনের। ২৪ ঘন্টায় সক্রিয় কেস সাড়ে ৩৫ হাজার বেড়ে দেশে মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৮০৮ তে।

করোনার দ্বিতীয় ঢেউ সবথেকে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে, যা সামলাতে আপতত হিমশিম খাচ্ছে প্রশাসন। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড তৈরি হচ্ছে সেখানে। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার ৪১৪। ২৪ ঘন্টায় সেখানে কোভিডে প্রাণ হারিয়েছেন ১০৮ জন। রাজ‍্যে মোট আক্রান্ত ২৭ লক্ষ ১৩ হাজার ৮৭৫, এর মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার। করোনার কারণে রাজ‍্যে মোট মৃত্যু হয়েছে ৫৪ হাজার ১৮১ জনের। মুম্বাইয়ে ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। রাজ‍্যবাসীকে লকডাউনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্র ছাড়াও ছত্তিশগড়, কর্ণাটক পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু, মধ‍্যপ্রদেশ, দিল্লি, সহ বেশ কয়েকটি রাজ‍্যের পরিস্থিতি উদ্বেগজনক। কর্ণাটকে ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ৩,০৮২, পাঞ্জাবে ২,৮৭০, ছত্তিশগড়ে ২,১৫৩, গুজরাটে ২,২৭০।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in