Covid-19: ছাত্রছাত্রীদের টিকাকরণ না হলেও স্কুল খোলা যেতে পারে - ভি কে পল

স্কুল খোলার জন্য ছাত্রছাত্রীদের টিকাকরণের প্রয়োজন নেই, বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য দ্য ট্রিবিউন ইন্ডিয়া

স্কুল খোলার জন্য ছাত্রছাত্রীদের টিকাকরণের প্রয়োজন নেই, বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল।

কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন পৃথিবীর কোথাও স্কুল খোলার পূর্ব শর্ত হিসাবে পড়ুয়াদের টিকাকরণের কথা বলা হয়নি।সংক্রমণ রুখতে যেটা দরকার সেটা হল অভিভাবক, শিক্ষক এবং স্কুল কর্মীদের সম্পূর্ণ টিকাকরণ।

তবে ক্লাস নিতে হবে খোলামেলা পরিবেশে। যথেষ্ট আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আর ছাত্রছাত্রী, শিক্ষক অশিক্ষক কর্মী সকলকেই কঠোরভাবে করোনা বিধি পালন করতে হবে।

শিশুদের জন্য টীকার পরীক্ষামূলক প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেছেন বিষয়টি এখনও আলোচনার স্তরেই আছে। মাত্র কয়েকটি দেশে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ব্যাপারে কোন সুপারিশ করেনি. কারণ মৃত্যু হার কম এবং বেশিরভাগ রোগীই উপসর্গহীন।

পল জানান, ভারতে শিশুদের জন্য টিকা নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে জাইডাস (ক্যাডিলা) লাইসেন্স পেয়ে গেছে। এখন সেটি কিভাবে শিশুদের ওপর প্রয়োগ করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করছেন বিজ্ঞানীরা। কোভ্যাক্সিনের ট্রায়ালও চূড়ান্ত পর্যায়ে।ফলাফল জানা গেলে আরও একটি এসে যাবে হাতে। এছাড়াও আরও কয়েকটি টিকা নিয়ে কাজ চলছে।

গত বছর সার্স কভ টু ভাইরাস-এর প্রথম ধাক্কায় শিশুদের কিছু হয়নি। কিন্তু এবছর এপ্রিল মে মাসে যখন নতুন ডেল্টা ভেরিয়ান্টের দরুন কোভিডের দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নেয় তখন ১৮বছরের কম বয়সীদের অনেকের পরীক্ষার ফল পজিটিভ হয়।আর তখন থেকেই ছোটদের টিকা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in