

দেশে একধাক্কায় অনেকটাই বাড়লো কোভিড সংক্রমণ। বৃহস্পতিবার দেশে সংক্রমণের সংখ্যা ছিলো ১৩,৩১৩। শুক্রবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৩৬। যা গতকালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। যা গত ১০০ দিনের মধ্যে সর্বোচ্চ।
এদিনের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে কোভিড জনিত কারণে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,২৪,৯৫৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮,২৮৪। যা মোট পজিটিভ কেসের ০.২০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১৩,০২৯ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। ফলে কোভিড সংক্রমণ মুক্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৭,৪৯,০৫৬-এ। বর্তমান সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ।
এদিকে, দৈনিক ইতিবাচকতার হারও বেড়ে ৪.৩২ শতাংশে পৌঁছেছে, যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার হার বর্তমানে ৩.০৭ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়াও একই সময়ে, সারা দেশে মোট ৪,১০,৬৪৯ জনের পরীক্ষা করা হয়েছে। দেশে এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮৫.৯৮ কোটির বেশি।
শুক্রবার সকাল পর্যন্ত, কোভিড-১৯ টিকার সংখ্যা ১৯৬.৭৭ কোটি ছাড়িয়ে গেছে।
এখনও পর্যন্ত ৩.৬২ কোটিরও বেশি কিশোর-কিশোরীকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন