Covid-19: শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধি ৪৭%, বাড়লো মৃত্যু সংখ্যাও

শেষ ২৪ ঘন্টায় প্রায় ৪৪ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে দেশে, এর মধ্যে কেরলেই রয়েছে ২২ হাজারের বেশি। দৈনিক মৃত্যু ও অ‍্যাক্টিভ কেসও বেড়েছে দেশে।
Covid-19: শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধি ৪৭%, বাড়লো মৃত্যু সংখ্যাও
ছবি প্রতীকী সংগৃহীত

গতকাল ৩০ হাজারের নীচে নেমেছিল দেশে দৈনিক করোনা সংক্রমণ, যা শেষ ৪ মাসে সর্বনিম্ন। একলাফে আজ ৪৭ শতাংশ বাড়লো তা। শেষ ২৪ ঘন্টায় প্রায় ৪৪ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে দেশে, এর মধ্যে কেরলেই রয়েছে ২২ হাজারের বেশি। দৈনিক মৃত্যু ও অ‍্যাক্টিভ কেসও বেড়েছে দেশে।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন প্রায় ৩০ হাজার মানুষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৬০৫।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৬৪০ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৪১৫। এর‌ ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২২ হাজার ২২ জনের।

এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬, যা গতকালের চেয়ে ১,৩৩৬ বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৪১,৬৭৮ জন রোগী। মোট সুস্থ ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে, এখানের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫৬ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় কেস এখানে, প্রায় ১.৪৬ লক্ষ।

মহারাষ্ট্রে ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৬,২৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫৪ জনের। রাজ‍্যে বর্তমানে সক্রিয় রোগী ৮৫ হাজার। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮৫৯ জনের।

তামিলনাড়ুতে একদিনে ১ হাজার ৭৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। রাজ‍্যে সক্রিয় কেস প্রায় ২২ হাজার।

মিজোরামে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

এছাড়াও ওড়িশা, আসাম, মণিপুর ও মেঘালয়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৬২৯, ১,৪৩৬, ১,১৬৫ ও ৭১০।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৪৪ কোটি ৬১ লক্ষ ৫৬ হাজার ৬৫৯ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৪০ লক্ষ ২ হাজার ৩৫৮ জনের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in