COVID-19: ২৪ ঘন্টায় দেশে টিকাকরণ কমেছে ৪৯ লক্ষ, কমলো দৈনিক সংক্রমণ ও মৃত্যু

গত শুক্রবারই বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে উদ্বেগ বাড়িয়ে শেষ ২৪ ঘন্টায় টিকাকরণের সংখ্যা কমেছে প্রায় ৪৯ লক্ষ।
COVID-19: ২৪ ঘন্টায় দেশে টিকাকরণ কমেছে ৪৯ লক্ষ, কমলো দৈনিক সংক্রমণ ও মৃত্যু
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

গতকালের তুলনায় আজ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমলো দেশে। ৪০ হাজারের নীচে নেমেছে সংক্রমণ। গতকালের তুলনায় মৃত্যুর সংখ‍্যাও কমেছে দেশে। গত শুক্রবারই বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে উদ্বেগ বাড়িয়ে শেষ ২৪ ঘন্টায় টিকাকরণের সংখ্যা কমেছে প্রায় ৪৯ লক্ষ।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন প্রায় ৪৩ হাজার মানুষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯।

২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৭২৩ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৯৫৫। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় কেস ৪ লক্ষ ৮২ হাজার ৭১, যা গতকালের চেয়ে মাত্র ৩ হাজার কম। একদিনে সুস্থ হয়েছেন ৪২ হাজার রোগী। মোট সুস্থ ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০।

২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত ধরা পড়েছে কেরলে। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১০০ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের। এই মুহূর্তে সেখানে মোট সক্রিয় কেস ১.০৪ লক্ষ, যা গতকালের তুলনায় ৪৭৩ বেশি।

তামিলনাড়ুতে একদিনে ৩ হাজার ৮৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। রাজ‍্যে সক্রিয় কেস ৩৫ হাজার।

অন্ধ্রপ্রদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ হাজার।

মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩০৬ জনের। দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় রোগী এখানেই, ১.২৬ লক্ষ। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৩০ জনের।

এছাড়াও অরুনাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিশগড় এবং মণিপুরে দৈনিক সংক্রমণ বাড়ছে। কেরল সহ এই পাঁচ রাজ‍্যে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি দল পর্যবেক্ষণে এসেছিল।

দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৪৬ জনের। শেষ ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে মাত্র ১৪ লক্ষ ৮১ হাজার ৫৮৩ জনের, গতকাল হয়েছিল ৬৩.৮৭ লক্ষ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in