
প্রায় ৯ হাজার কমে রাজ্যে ৩৫ হাজারে নেমে এলো রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৩৭ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় আরো কমেছে দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যু সংখ্যাও গতকালের তুলনায় কমেছে।
শনিবার রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ৭ হাজার ২ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৭ হাজার ৬৮২ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ১৪ লক্ষ ২৬ হাজার ১৩২।
দৈনিক সংক্রমণের বিচারে জেলাগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৩৪ জন। কলকাতায় ২৪ ঘন্টায় ৬৪৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি, সেখানে একদিনে সংক্রমিতের সংখ্যা ৫৪৩। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় বিভিন্ন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা - হুগলি (৪৩০), দক্ষিণ ২৪ পরগণা (৩৯০), হাওড়া (৩৬৫), নদীয়া (৪৯১), পূর্ব মেদিনীপুর (৪৭৫)।
এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫ হাজার ৪৫৪, যা শুক্রবারের থেকে ৮ হাজার ৯৮৭ কম। এখনও পর্যন্ত মোট ১৩ লক্ষ ৭৪ হাজার ৪১৯ জন সংক্রমিত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৮৮২ জনকে ছুটি দেওয়া হয়েছে। গতকাল সুস্থ হয়েছিলেন ১৬ হাজার ১৪৬ জন।
বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে ১০৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, গতকাল এই সংখ্যাটা ছিল ১১৮। এই নিয়ে রাজ্যে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ২৫৯। এর মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে মোট ৪,৬২২ (+২৩) জন করোনা আক্রান্তের। উত্তর ২৪ পরগণাতে এখনও পর্যন্ত ৪,১১৪ (+১৪) জন কোভিডে প্রাণ হারিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগণা ও জলপাইগুড়িতে যথাক্রমে ৪ এবং ৩ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গে টেস্টের সংখ্যা যথেষ্ট কম। এখনও পর্যন্ত মোট ১,২৮,৫৯,৬৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৭০,০৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৭২,৬৭২টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন