Covid-19: প্রায় ৭ মাস পর ২০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কমলো মৃত্যু সংখ্যাও

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৭.৮১ শতাংশ। ডেইলি পজিটিভিটি রেট ১.৪২ শতাংশ। যা টানা ২৯ দিন ধরে ৩ শতাংশের নীচে আছে।
Covid-19: প্রায় ৭ মাস পর ২০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কমলো মৃত্যু সংখ্যাও
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

১১ মার্চ-এর পর এই প্রথম দেশে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নীচে নামলো। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৮,৭৯৫ জন। মৃত্যু হয়েছে ১৭৯ জনের। যা গত রবিবারের থেকে অনেকটাই কম। রবিবার দেশে সংক্রমণের সংখ্যা ছিলো ২৬,০৪১। মৃত্যুর সংখ্যা ছিলো ২৭৬।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৭.৮১ শতাংশ। ডেইলি পজিটিভিটি রেট ১.৪২ শতাংশ। যা টানা ২৯ দিন ধরে ৩ শতাংশের নীচে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮১। দেশে এখন মোট সক্রিয় রোগী ২ লাখ ৯২ হাজার ২০৬ জন।

গতকালের পরিসংখ্যান অনুসারে সংক্রমণের শীর্ষে আছে কেরল। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। উল্লেখযোগ্যভাবে সংক্রমণের সংখ্যা কমেছে উত্তরপ্রদেশে। যেখানে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহারে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মহারাষ্ট্রে সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। যদিও শেষ ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৩২ জনের, অ্যাক্টিভ কেসও মাত্র ৩২।

শেষ ২৪ ঘণ্টায় কেরালায় সংক্রমিত ১১,৬৯৯ জন। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস বেড়েছে ৬,১২২। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এছাড়াও মিজোরামে ১,৮৪৬ জন, তামিলনাড়ুতে ১,৬৫৭ জন, কর্ণাটকে ৫০৪ জন, অন্ধ্রপ্রদেশে ৬১৮ জন, পশ্চিমবঙ্গে ৪৭২ জন, ওড়িশাতে ৪৪৪ জন, আসামে ৪১২ জন, হিমাচল প্রদেশে ২০৯ জন, তেলেঙ্গানায় ২১৬ জন সংক্রমিত হয়েছেন। মেঘালয়ে ১০৮ জন এবং মনিপুরে ১১৬ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in