Covid-19: ১২ বছরের ঊর্ধ্বদের করোনা ভ‍্যাকসিন দেওয়ার অনুমতি কেন্দ্রের

Zydus Cadila-র ৩ ডোজের DNA ভ‍্যাকসিনকে এই অনুমোদন দিয়েছে কেন্দ্রের ড্রাগ রেগুলেটর। প্রাপ্তবয়স্কদেরও আপৎকালীন পরিস্থিতিতে জন্য এই টিকা দেওয়া যাবে। এই নিয়ে মোট ছ'টি সংস্থার কোভিড ভ‍্যাকসিন পেল ভারত।
কোভিড ভ‍্যাকসিন
কোভিড ভ‍্যাকসিনছবি প্রতীকী সংগৃহীত
Published on

বিশেষ পরিস্থিতিতে ১২ বছরের ঊর্ধ্বদের করোনা ভ‍্যাকসিন দেওয়ার অনুমতি দিল কেন্দ্র। জাইডাস ক‍্যাডিলা (Zydus Cadila)-র তিন ডোজের ডিএনএ ভ‍্যাকসিনকে এই অনুমোদন দিয়েছে কেন্দ্রের ড্রাগ রেগুলেটর। প্রাপ্তবয়স্কদেরও আপৎকালীন পরিস্থিতিতে জন্য এই টিকা দেওয়া যাবে। এই নিয়ে মোট ছ'টি সংস্থার কোভিড ভ‍্যাকসিন পেল ভারত।

জাইডাস ক‍্যাডিলা তাদের এই ভ‍্যাকসিনের নাম দিয়েছে জাইকোভ-ডি। সংস্থাটি জানিয়েছে বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ডোজ তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। ইতিমধ্যেই ভ‍্যাকসিন মজুদ করা শুরু করে দিয়েছে তারা। অক্টোবর থেকেই বাজারে পাওয়া যাবে এই টিকা।

গত ১ জুলাই জরুরি ভিত্তিতে জাইকোভ-ডি ব‍্যবহারের অনুমতি চেয়েছিল আহমেদাবাদের এই কোম্পানিটি। কোম্পানির দাবি, ভারতের প্রায় ৫০টি জায়গায় এর ক্লিনিক‍্যাল ট্রায়াল করা হয়েছিল, অংশ নিয়েছিলেন প্রায় ২৮ হাজার স্বেচ্ছাসেবক। ১২ থেকে ১৮ বছর বয়সিরাও ছিল স্বেচ্ছাসেবকের তালিকায়। টিকার কার্যকারিতা ৬৬.৬ শতাংশ।

জাইকোভ-ডি হল করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম প্লাজমিড-ডিএনএ ভ‍্যাকসিন। ভাইরাসের জেনেটিক উপাদানের একটি অংশ ব‍্যবহার করে এই ভাইরাস তৈরি করা হয়েছে। এটা দ্বিতীয় দেশীয় কোভিড ভ‍্যাকসিন। ভারতে যে পাঁচটি কোভিড টিকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার মধ্যে কোভ‍্যাক্সিন দেশীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in