

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হলেন ৮,৪২৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিলো ৮,৪১৯। একদিনে সামান্য বাড়লো করোনা সংক্রমণ। সংক্রমণ বাড়ার পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪ হাজার ৬০৮ জন।
সোমবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ২,২১১ জন। সুস্থ হয়েছেন ১,১৯২ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১,৮০১। সুস্থ হয়েছে ১,০৪৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৫২২ জন। সুস্থ হয়েছেন ৩০৬ জন। হাওড়ায় ৫২৭ জন। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। রবিবারের তুলনায় (২৮) এই সংখ্যা কিছুটা বেশি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৪২,১১৮ জনের। যে সংখ্যাটা অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল পর্যন্ত রাজ্যে পরীক্ষা হয়েছিলো ৯৮,০৮,১৬০ টি নমুনা। এদিনের হিসেব ধরে রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮,৫০,২৭৮ জনের। রাজ্যের মোট ১০৫টি ল্যাবে এই পরীক্ষা চলছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন