Covid-19: রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮,৪১৯, সংক্রমণ মুক্ত ৪,০৫৩ জন

ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সৌজন্য হু
Published on

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হলেন ৮,৪১৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিলো ৭,৭১৪। একদিনে আরও কিছুটা বাড়লো করোনা সংক্রমণ। সংক্রমণ বাড়ার পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন।

রবিবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ২,১৯৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১,৮৬০। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৫০১ জন। হাওড়ায় ৪৯০ জন। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮ জনের। শনিবারের তুলনায় (৩৪) এই সংখ্যা কিছুটা কম।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৪৬,০৭৪ জনের। যে সংখ্যাটা অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল পর্যন্ত রাজ্যে পরীক্ষা হয়েছিলো ৯৭,৬২,০৮৬টি নমুনা। এদিনের হিসেব ধরে রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮,০৮,১৬০ জনের। রাজ্যের মোট ১০৫টি ল্যাবে এই পরীক্ষা চলছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in