Covid-19: কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু

People's Reporter: জানা গেছে, মৃতের বয়স ৭০। হৃদ্‌যন্ত্র ও শ্বাসকষ্টের সমস্যা হতে থাকায় বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেদিনই তাঁর মৃত্যু হয়।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সৌজন্য হু

দীর্ঘ কয়েকমাসের বিরতি ছিল। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছিল রাজ্য। কিন্তু ফের করোনা রোগীর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াল কলকাতায়। বৃহস্পতিবার ইকবাল্পুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধার। হৃদ্‌যন্ত্র ও শ্বাসকষ্টের সমস্যা হতে থাকায় বৃহস্পতিবার সকালেই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্র ও শ্বাসকষ্টের কারণে ওই বৃদ্ধাকে ভর্তি করা হয় ইকবাল্পুরের এক বেসরকারি হাসপাতালে। ভর্তির পর হাসপাতাল থেকে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। মৃত্যুর পর রিপোর্ট এলে দেখা যায়, বৃদ্ধা করোনা পজিটিভ ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশজুড়েই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার নতুন এক উপপ্রজাতি জেএন ১ –এরও হদিশ মিলেছে দেশে। কেরালার তিরবন্তপুরমে জেএন ১ –এর হদিশ মিলেছিল প্রথমে। ৭৯ বছর এক মহিলার শরীরে পাওয়া যায় এই নয়া ভ্যারিয়েন্ট। এর আগে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন এক মহিলা। সেখানে তাঁর শরীরেও ধরা পড়েছিল করোনা ভাইরাসের জেএন.১ উপপ্রজাতি।

তবে রাজ্যে করোনার নতুন উপজাতির কোনো সন্ধান এখনও মেলেনি বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। কিন্তু বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেককেই পাঠাতে হচ্ছে আইসিইউ-তে। আর এই আবহে শহরে এক কোভিড আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, পরিসংখ্যান বৃদ্ধির প্রবণতা উড়িয়ে দেওয়াটা বিপদ ডেকে আনবে। এখনই সতর্ক হতে হবে। তবে আতঙ্কিত নয়।

ছবি প্রতীকী
COVID-19: বাংলায় ৬ মাসের এক শিশুর শরীরে মিলল ভাইরাস, রাখা হয়েছে ভেন্টিলেশনে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in