চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট, প্রতি সপ্তাহে আক্রান্ত হতে পারেন সাড়ে ৬ কোটি মানুষ!

‘দ্য নিউইয়র্ক পোষ্ট’ জানিয়েছে, আগামী জুন মাসে চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট শিখরে পৌঁছতে পারে। প্রতি সপ্তাহে আক্রান্ত হতে পারেন ৬ কোটি ৫০ লক্ষ মানুষ। নতুন XBB ভ্যারিয়েন্টের জেরে এই উদ্বেগ বাড়ছে।
করোনা ভাইরাস
করোনা ভাইরাসছবি প্রতীকী, সংগৃহীত

চীনে হানা দিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট - ‘XBB’। যার জেরে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীনা প্রশাসন। তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভ্যাকসিন বাড়ানোর উপর জোর দিয়েছে জিং পিং সরকার।

বৃহস্পতিবার, মার্কিন সংবাদ মাধ্যম ‘দ্য নিউইয়র্ক পোষ্ট’ জানিয়েছে, আগামী জুন মাসে চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট শিখরে পৌঁছতে পারে। প্রতি সপ্তাহে আক্রান্ত হতে পারেন ৬ কোটি ৫০ লক্ষ মানুষ। নতুন XBB ভ্যারিয়েন্টের জেরে এই উদ্বেগ বাড়ছে। গত বছর চীন ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

‘দ্য নিউইয়র্ক পোষ্ট’ জানিয়েছে, ‘চীনের মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান সোমবার জানিয়েছেন, XBB ওমিক্রন সাবভেরিয়েন্টের সঙ্গে লড়াইয়ে পরীক্ষামূলক ভাবে দু’টি নতুন টিকা চালু করা হয়েছে।

গুয়াংজুতে এক বায়োটেক সিম্পোজিয়ামে বক্তৃতাকালে তিনি জানান, খুব শীঘ্রই করোনার আরও তিন থেকে চারটি টিকা সরকারি অনুমোদন পাবে। তবে, এর থেকে বেশি কোনও তথ্য দেননি তিনি।

গত শীতে চীন কঠোর ‘শূন্য-কোভিড’ নীতি পরিত্যাগ করার পরই নতুন এই ভ্যারিয়েন্ট হানা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভ্যারিয়েন্টের প্রভাব মারাত্মক হতে পারে। যদিও চীনের সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক ঢেউ সে অর্থে মারাত্মক হবে না।

তবে, সেদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে ফের করোনায় বয়স্কদের মৃত্যু ঠেকাতে ভ্যাকসিনেশন বুস্টার কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিতে অ্যান্টিভাইরালের জোগানও প্রয়োজন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in