
কেন্দ্র নিজের কোটা থেকে ৫০ শতাংশ ভ্যাকসিন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে বিনামূল্যে দেবে। কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে ইতিমধ্যেই বিরোধী কংগ্রেস-সহ বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এই ৫০ শতাংশ ভ্যাকসিন বিতরণের কথা ঘোষণা করেন। রবিবার রাতে একথা ঘোষণা করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের নতুন নীতি অনুসারে ১ মে থেকে তৃতীয় দফার টিকাকরণ শুরু হবে। কেন্দ্রীয় সরকার নিজের কোটা থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৫০ শতাংশ ভ্যাকসিন দেবে বিনামূল্যে। অনেক রাজ্যই এই টিকা প্রক্রিয়া চালু করার কথা বলেছিল। এই ৫০ শতাংশ কোটার ভ্যাকসিন বিনামূল্যে দিয়ে সেইসব রাজ্যগুলোর টিকাকরণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা হবে বলেও জানান তিনি।
হর্ষবর্ধন আরও জানিয়েছেন, স্বাস্থ্য হচ্ছে রাজ্যর বিষয়। সেখানে কেন্দ্র জরুরি ভিত্তিতে সাহায্য করতে পারে। ভ্যাকসিন বিতরণের নীতি নিয়ে প্রায় সমস্ত রাজ্যগুলোর তরফে নিজেদের হাতে ভ্যাকসিনের বণ্টন নিতে চাওয়া হয়েছিল। অবশেষে কেন্দ্রের তরফে তাদের ইচ্ছাই পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু রাজ্যগুলোকেই নয়, বেসরকারি ক্ষেত্রেও এই ৫০ শতাংশ কোটা থেকে ভ্যাকসিন দেওয়া হবে তাদের চাহিদা পূরণের জন্য। যাতে ভারতের প্রত্যেক প্রাপ্তবয়স্ক যত শীঘ্র সম্ভব টিকা নিতে পারেন। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট রুট অনুসরণ করেই এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।
তবে যাঁরা বেসরকারি ক্ষেত্র থেকে ভ্যাকসিন নিতে সক্ষম তাঁরা যেন এগিয়ে এসে ভ্যাকসিন নিয়ে নেয়, এই আবেদনও করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন