

বিশ্বজুড়ে চোখ রাঙানি বাড়ছে মাঙ্কিপক্সের, যা এমপক্স নামেও পরিচিত। যদিও ভারতে এখনও পর্যন্ত এমপক্সে আক্রান্তের সন্ধান মেলেনি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আবহে রাজ্যগুলিকে সতর্ক করে নির্দেশিকা জারি করল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যগুলোকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে তাঁকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। সে জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে নির্দেশিকায়।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, দেশে কেউ আক্রান্ত হচ্ছেন কিনা, তা নজর রাখছে দেশের ইন্টিগ্রেটেড ডিজ়িস সাইভেইলেন্স প্রোগ্রাম (আইডিএসপি)। বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিদেশ থেকে এমপক্সে আক্রান্ত হয়ে কেউ দেশে আসছেন কি না, সেখানে বোঝা যাবে। আইসিএমআরের অধীনে থাকা গবেষণাগারে দ্রুত নমুনা পরীক্ষার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের দিকে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে। বিশেষত যাঁরা ত্বক এবং এসটিডি চিকিৎসা কেন্দ্রে কাজ করেন।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রোগের প্রাথমিক লক্ষণ ত্বকে র্যাশ এবং জ্বর। বিশেষ করে ১৮ থেকে ৪৪ বছর বয়সী পুরুষরা এই রোগে সংক্রামিত হন। সাধারণত, যৌন সংসর্গের মাধ্যমেই ছড়ায় এই রোগ। তা ছাড়াও এক জনের থেকে অন্য জন সংক্রামিত হতে পারেন।
গত মাসে এই মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্বে জরুরি সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কিছু দেশে জরুরী অবস্থাও জারি করা হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন