প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিনের ফ্রিজে বিয়ারের ক্যান! সাথে জলের বোতলও। সম্প্রতি উত্তরপ্রদেশের খুরজা এলাকার এক স্বাস্থ্য কেন্দ্রে এমনই একটি দৃশ্য প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আধিকারিকরা।
চিফ মেডিক্যাল অফিসার বিনয় কুমার সিং জানান, সোমবার খুরজার ধরপায় অবস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন ফ্রিজারে বিয়ারের ক্যান এবং জলের বোতল পাওয়া গেছে। তিনি জানান, ভ্যাকসিনের ফ্রিজে ভ্যাকসিন ছাড়া অন্য কিছু রাখার নিয়ম নেই। সেই জায়গায় এখানে ফ্রিজারে বিয়ারের ক্যান এবং জলের বোতল রাখা হয়েছে। এটি একটি গুরুতর বিষয়।
কে বা কারা এটি করল, তা জানতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ জারি করা হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিনয় কুমার সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন