
গবেষণার নিরিখে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। কলকাতা মেডিক্যাল কলেজ নম্বর পেয়েছে ৭০ শতাংশ। যা গোটা পূর্ব ভারতের মধ্যে সর্বোচ্চ। এ জন্য কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকা গ্রান্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিএমআর।
জানা যাচ্ছে, মূলত গত এক বছরের গবেষণার কাজের জন্যই এই স্বীকৃতি পেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। গত বছর কত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সে সব কোথায় প্রকাশিত হয়েছে, কত জন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন – এই সবের উপর ভিত্তি করে এই স্বীকৃতি দিয়েছে আইসিএমআর।
মেডিক্যাল কলেজ সূত্রে আরও জানা যাচ্ছে, এ জন্য আইসিএমআর কলকাতা মেডিক্যাল কলেজকে ১ কোটি ২৪ লক্ষ টাকা অনুদান দেবে। পাশাপাশি, মেডিক্যাল কলেজে গবেষণার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আইসিএমআর এবং কলকাতা মেডিক্যাল কলেজ যৌথ ভাবে এটি করবে।
আইসিএমআর –এর সেরার তকমা পাওয়ার পর কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী বলেন, 'ভাল গবেষণা করেছি। তাই এই স্বীকৃতি। আগামী দিনে আরও ভাল করে কাজ করতে হবে আমাদের’।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন