Bihar: হাইকোর্টের নির্দেশে সংখ্যা যাচাই করতেই কোভিডে মৃত্যুর হার বাড়ল ৭২ শতাংশ

হাইকোর্টের নির্দেশ আসতেই রাতারাতি বেড়ে গেল মৃত্যুর হার। বিহার সরকারও স্বীকার করে নিয়েছে, হিসাবের বাইরে ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে।
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকী ফাইল চিত্র
Published on

মৃত্যুর সঠিক সংখ্যা হিসাবে ছিল না। হাইকোর্টের নির্দেশ আসতেই রাতারাতি বেড়ে গেল মৃত্যুর হার। ঘটনাস্থল বিহার। গত ১৮ মে পাটনা হাইকোর্ট নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারে বিহারের ৩৮টি জেলার কোভিডে মৃত্যুর হার যাচাই করে দেখেছে স্বাস্থ্যদফতর। তার জেরে বিহারে কোভিডে মৃত্যুর হার বেড়ে গেল ৭২.৮৪ শতাংশ। বিহার সরকারও স্বীকার করে নিয়েছে, হিসাবের বাইরে ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে।

আগের দিন মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৪ জনের। সেখানে পরের দিন যাচাই করার পর মৃতের সংখ্যা হয়ে গেল ৯ হাজার ৩৭৫ জন। এই রিপোর্টের পর বিহার সরকারের অতিরিক্ত সচিব সাফাই গেয়েছেন, বেসরকারি হাসপাতালে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, হোম আইসোলেশনে ও কোভিড পরবর্তী ক্ষেত্রে নানা জটিলতার জেরে অনেকের মৃত্যু হয়েছে। সেই হিসাব আগে করা হয়নি।

কোভিডে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক হিসাব রাখার জন্য বিহার সরকার একটি কমিটি গঠন করে। তারপর ভালো করে যাচাই করতে গিয়ে দেখা যায় যে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। প্রায় ৪টি জেলায় মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় ২২২ শতাংশ। রাজধানী পটনায় এই হিসাব বেড়েছে ৮৭.৪৮ শতাংশ। ৭ জুন যেখানে মৃত্যুর সংখ্যা বলা হচ্ছিল ১ হাজার ২২৩ জন, সেখানে ৮ জুন দেখা যাচ্ছে সেই তালিকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ জন।

ক্ষতিপূরণ দিতে হবে বলেই কি মৃত্যুর সংখ্যা কম করে দেখানো হচ্ছে? উঠছে প্রশ্ন। এই আশঙ্কায় মৃত্যুর হার কমিয়ে দেখানো হচ্ছিল? তবে গাফিলতি প্রমাণিত হলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য প্রশাসন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in