Bengaluru Covid bed scam: বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ ব্যক্তি গ্রেপ্তার

বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার তরফে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে অন্যতম বিধায়ক সতীশ রেড্ডির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
বিধায়ক সতীশ রেড্ডি
বিধায়ক সতীশ রেড্ডিফাইল ছবি- সংগৃহীত

বেঙ্গালুরুর কোভিড হাসাপাতালে বেড কেলেঙ্কারিতে বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার তরফে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে অন্যতম বিধায়ক সতীশ রেড্ডির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কোভিড ওয়ার রুমে বেড কেলেঙ্কারিতে ১৬ জন মুসলিম হাসপাতালকর্মীকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া এম বাবু (৩৪) বিধায়ক রেড্ডির ঘনিষ্ঠ, এছাড়াও রয়েছে বরুণ এস (২০), যে বেঙ্গালুরু দক্ষিণের ওয়ার রুমে কর্মরত, যশবন্ত কুমার (২১)।এই নিয়ে বেড কেলেঙ্কারিতে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুই এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। যদিও বোম্মানাহাল্লির বিজেপি বিধায়ক এই লিংকের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন।

জানা গিয়েছে, বাবু চিকিৎসক ও টেলিফোন অপারেটরদের সঙ্গে কথা বলে বেঙ্গালুরু দক্ষিণের ওয়ার রুমে বেড আটকে রাখত। পরে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে সেই বেড দেওয়া হত। এই কাজে এজেন্ট হয়ে কাজ করত নেথারবতি ও রোহিত কুমার নামে দুই ব্যক্তি। পুলিশ এখনও পর্যন্ত এই দুই এজেন্টকে পাকড়াও করতে পারেনি।

আরও জানা গিয়েছে, বরুণ যশবন্তকে রোগীর নম্বর দিয়ে দিত। সেই নম্বরে ফোন করে রোগীর আত্মীয়দের সঙ্গে টাকা নিয়ে সমঝোতা চলত। ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত দর হাঁকা হত কোভিড রোগীর বেডের জন্য। যা বিনামূল্যে পাওয়ার কথা। পুলিশ সূত্রে খবর, এই র‍্যাকেটের সঙ্গে আরও অনেক বহিরাগতরাও জড়িয়ে রয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in