Zika Virus: আক্রান্ত বেড়ে ১৪, কেরলে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাস

রাজ‍্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, "যে ১৯ জনের নমুনা ন‍্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলোজিতে পাঠানো হয়েছিল, তার মধ্যে ১৩টি রিপোর্ট জিকা ভাইরাস পজিটিভ এসেছে।"
Zika Virus: আক্রান্ত বেড়ে ১৪, কেরলে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাস
প্রতীকী ছবি

কেরলে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। রাজ‍্যে আরো ১৩ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এই ১৩ জনের নমুনা পুনের ন‍্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি (NIV) সেন্টারে পাঠানো হয়েছিল। NIV ওই নমুনাতে জিকা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে।

রাজ‍্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, "যে ১৯ জনের নমুনা ন‍্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলোজিতে পাঠানো হয়েছিল, তার মধ্যে ১৩টি রিপোর্ট জিকা ভাইরাস পজিটিভ এসেছে।"

এর‌ আগে বৃহস্পতিবার ২৪ বছর বয়সী এক গর্ভবতী মহিলার শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। তিনিই কেরলের প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত ব‍্যক্তি। এই নিয়ে মোট ১৪ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেরলে‌।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রাজ‍্যে জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সাথে বৈঠকে গর্ভবতী মহিলাদের জ্বর হলেই নমুনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন তিনি। ৬ সদস্যের একটি কেন্দ্রীয় টিম ইতিমধ্যেই কেরলে পৌঁছেছে এই বিষয়টি পর্যবেক্ষণ করতে।

মশাবাহিত এই রোগের লক্ষণগুলি হলো - জ্বর, মাথাব‍্যথা, গাঁটে ব‍্যথা, গায়ে র‍্যাশ বেরোনো, পেশিতে টান এবং কনজাংটিভাইটিস। এই রোগের লক্ষণের সাথে ডেঙ্গুর লক্ষণের মিল রয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in