দীর্ঘ ৮ মাস পর ১২ হাজারের গণ্ডি টপকালো দৈনিক করোনা সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক

প্রায় আট মাস পর ভারতে একদিনে ১২,৫৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬৩,২৮৬ জন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণ ১২ হাজার ছাড়ালো। যার জেরে সক্রিয় রোগীর সংখ্যা ৬৫ হাজারের গণ্ডি অতিক্রম করেছে।

প্রায় আট মাস পর ভারতে একদিনে ১২,৫৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬৩,২৮৬ জন। নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কেরালারই ১১ জন রয়েছে। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩১,২৩০ জন।

প্রায় সাড়ে ৪ কোটি কোভিড আক্রান্ত হয়েছে কেবল ভারতে। বর্তমানে সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫.৩২ শতাংশ এবং দৈনিক পজিটিভিটি রেট ৫.৪৬ শতাংশ। মোট সংক্রমণের ০.১৫ শতাংশ রোগীর দেহে ভাইরাসটি সক্রিয় রয়েছে। তবে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

শেষ ২৪ ঘন্টায় ৪৮৭ টি ডোজ দেওয়া হয়েছে। যার ফলে দেশে মোট ২২০.৬৬ কোটি ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে। তাছাড়া শেষ ২৪ ঘন্টায় ২,৪০,০১৪টি কোভিড টেস্ট সম্পন্ন হয়েছে। মোট ৯২.৪৬ কোটি টেস্ট এখনও পর্যন্ত করা হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তারা প্রতিনিয়ত রাজ্যগুলির সাথে আলোচনা করছে। রাজ্যগুলিকে একাধিক নিয়ম মেনে চলারও নির্দেশ দিচ্ছে। সাধারণ মানুষকে বেশি ভিড় জায়গায় যেতে নিষেধ করা হচ্ছে। প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করারও প্রস্তাব দেওয়া হয়েছে। শরীরে করোনার উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও মানুষকে আবেদন জানানো হয়েছে।

ছবি প্রতীকী
মারণ রোগ সিলিকোসিস মোকাবিলায় কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য, রিপোর্ট তলব হাই কোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in