

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এমডিএস এবং বিডিএসে ভর্তি প্রক্রিয়া। সোমবার নোটিশ জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য ভবন। যার ফলে অনিশ্চিয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, আইনি জটিলতার কারণে আপাতত এমডিএস এবং বিডিএসে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
স্বাস্থ্যভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনের রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক সামস মুসাফির। বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আইনি জটিলতার অজুহাতে যে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর তা একেবারে কাম্য নয়"। তিনি আরও জানান, এর ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সময় সঙ্কুচিত হবে। পরবর্তীকালে এর প্রভাব কেবলমাত্র ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষার উপর নয়, এমনকি সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানের উপরও পড়বে। এর ফলে প্রতিহত হবে চিকিৎসা পরিষেবা।
সামস মুসাফিরের দাবি, দ্রুত এই আইনি জটিলতা কাটিয়ে সকল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। চালু করতে হবে ক্লাসও। অন্যথায় ভবিষতে রাজ্যজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন