Karnataka: কর্ণাটকে জিকা ভাইরাস আতঙ্ক! পজিটিভ পাঁচ বছরের এক শিশু

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সুধাকর বলেন, এটাই এই রাজ্যের প্রথম জিকা ভাইরাস আক্রান্তের ঘটনা। সরকার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে। আমাদের দফতর ভাইরাস মোকাবিলায় যথেষ্ট দক্ষ।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

জিকা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলল কর্ণাটকে। পাঁচ বছরের এক শিশুর দেহে ভাইরাসটি পাওয়া গেছে বলে জানা গেছে। এই ঘটনায় বেশ উদ্বেগে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

কর্ণাটকের রায়চুড় জেলায় পাঁচ বছরের শিশুকন্যার দেহে জিকা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। আরও দু’জনের দেহেও একই লক্ষণ নজরে আসে। ওই তিন জনের শরীরের নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়। তাতে পাঁচ বছরের শিশুটির রিপোর্ট পজিটিভ আসে।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সুধাকর বলেন, ‘এটিই এই রাজ্যের প্রথম জিকা ভাইরাস আক্রান্তের ঘটনা। সরকার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে। আমাদের দফতর ভাইরাস মোকাবিলায় যথেষ্ট দক্ষ। ৫ ডিসেম্বর পুনেতে পাঠানো হয়েছিল নমুনা। ৮ ডিসেম্বর সেই রিপোর্ট পজিটিভ আসে।'

তিনি আরও বলেন, সিরাম ইনস্টিটিউট রাজ্যজুড়ে ডেঙ্গু ও চিকেনগুনিয়ার পরীক্ষা চালাচ্ছিল। সেখানেই শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনার ১০ শতাংশ পুনেতে পাঠানো হয়। তার মধ্যে এটা পজিটিভ আসে।

উল্লেখ্য, জিকা ভাইরাস এডিস মশা বাহিত একটি রোগ। রোগের লক্ষণগুলি হলো - জ্বর, মাথাব‍্যথা, গাঁটে ব‍্যথা, গায়ে র‍্যাশ বেরোনো, পেশিতে টান এবং কনজাংটিভাইটিস। ভাইরাসটি প্রথম ১৯৪৭ সালে উগান্ডায় শনাক্ত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়, এই মশা সাধারণত দিনের বেলা কামড়ায়।

ছবি - প্রতীকী
Lay Off: শীর্ষ স্থানীয় স্বাস্থ্য পরিষেবা সংস্থায় ছাঁটাই প্রায় ১৫০ কর্মী

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in