বিশ্বে এই প্রথম, মহিলার মস্তিষ্ক থেকে বের হল ৮ সেমি দীর্ঘ গোলকৃমি!

প্রধানত কার্পেট পাইথনের শরীরেই এই পরজীবীর সন্ধান পাওয়া যায়। মূলত পাইথনের শরীরের পাকস্থলী ও অসোফেগাসের মধ্যে বাস করে এবং পোষকের মলের মধ্যে ডিম পাড়ে এরা।
বিশ্বে এই প্রথম, মহিলার মস্তিষ্ক থেকে বের হল ৮ সেমি দীর্ঘ গোলকৃমি!

অস্ট্রেলিয়ান নিউরোসার্জন চিকিৎসকের একটি দল এক ৬৪ বছর বয়সী বৃদ্ধার মস্তিষ্ক থেকে অস্ত্রোপচার করে বের করলেন ৮ সেন্টিমিটার দীর্ঘ এক পরজীবী গোলকৃমি। গোটা বিশ্বে এইধরণের ঘটনা এই প্রথম বলে দাবি করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU) এবং ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক তথা গবেষকরা। মানুষের শরীরে এটা এক নতুন ধরণের পরজীবী সংক্রমণ বলে জানিয়েছেন তারা। তারা আরও জানিয়েছেন, ষাটোর্ধ ওই মহিলা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও বারবার সবকিছু ভুলে যাচ্ছেন বলে জানিয়েছিলেন।

ক্যানবেরা হাসপাতালের ওই চিকিৎসকের দল জানিয়েছেন, “দীর্ঘ অস্ত্রোপচারের পর রোগীর মস্তিষ্ক থেকে ওফিডাস্কারিস রোবের্টসি নামক ওই গোলকৃমিটি অপসারণ করা হয়েছে। রোগী এই মুহূর্তে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে এখনও পর্যন্ত আমাদের অনুমান, রোগীর ফুসফুস ও লিভার-সহ বেশ কয়েকটি জায়গায় ওই পরজীবীর অংশ লার্ভা থাকতে পারে।”

ওই সফল অস্ত্রোপচারের পর ANU এবং ক্যানবেরা হাসপাতালের প্রধান তথা সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডঃ সঞ্জয়া সেনানায়েক একটি সংক্রমণ রোগ বিষয়ক একটি জার্নালে এই ঘটনার কথা লিখে জানিয়েছেন, “বিশ্বে এই প্রথম কোনও মানুষের শরীরে ওফিডাস্কারিস পরজীবীর সন্ধান পাওয়া গিয়েছে।”

তিনি জানিয়েছেন, “যতদূর আমরা জানি, মানুষ-সহ যেকোনো স্তন্যপায়ী প্রাণীর বিশেষ করে মস্তিষ্ক থেকে এই ওফিডাস্কারিস পরজীবী পাওয়ার ঘটনা বিশ্বে এই প্রথম। সাধারণত এইধরণের পরজীবীর লার্ভার জন্ম হয় সেই ছোট স্তন্যপায়ী প্রাণীর শরীরে যাদের খুব সহজেই খেতে পারে কার্পেট পাইথন সাপ। সেই সাপের শরীরেই এইধরণের পরজীবীর পুরো জীবনচক্র সম্পন হয়।”

প্রসঙ্গত, প্রধানত কার্পেট পাইথনের শরীরেই এই পরজীবীর সন্ধান পাওয়া যায়। মূলত পাইথনের শরীরের পাকস্থলী ও অসোফেগাসের মধ্যে বাস করে এবং পোষকের মলের মধ্যে ডিম পাড়ে এরা। তাই মানুষের শরীরে ওই ওফিডাস্কারিস রোবের্টসি পরজীবীর সন্ধান পাওয়া নেহাতই দুর্ঘটনা হিসেবেই গণ্য হবে। ANU এবং ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক-গবেষকরা জানিয়েছেন, “নিউ সাউথ ওয়েলসের ওই বৃদ্ধা খুব সম্ভবত কোনও পুকুরের ধারে এমন ঘাসের সংস্পর্শে এসেছিলেন যেখানে আগে থেকেই কোনও কার্পেট পাইথন মলত্যাগের মাধ্যমে ওফিডাস্কারিস রোবের্টসি পরজীবীর ডিম ও লার্ভা ছেড়ে গিয়েছিল। সেখান থেকেই তাঁর শরীরে ওই পরজীবী প্রবেশ করেছে।”

বিশ্বে এই প্রথম, মহিলার মস্তিষ্ক থেকে বের হল ৮ সেমি দীর্ঘ গোলকৃমি!
Vivek Agnihotri: 'যেসকল তারকার সাথে কাজ করেছি তাঁরা শিক্ষিত নন' - দাবি দ্য কাশ্মীর ফাইলস'র পরিচালকের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in