বিনামূল্যে ৪৫০ স্বাস্থ্য পরীক্ষা, নতুন বছরে দিল্লিবাসীর জন্য উপহার কেজরিওয়ালের

মঙ্গলবার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বড়সড় ঘোষণা করেছে দিল্লি সরকার।
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি
Published on

চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে বিনামূল্যে ৪৫০ ধরণের স্বাস্থ্য পরীক্ষা করাবে কেজরিওয়ালের সরকার। মঙ্গলবার এমনটাই ঘোষণা করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে শহরের বিভিন্ন মহল্লা ক্লিনিকগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। পরবর্তী পর্যায়ে এই সুবিধাটি বিভিন্ন সরকারি হাসপাতালেও প্রসারিত করা হবে।

এই প্রসঙ্গে দিল্লি সরকারের এক আধিকারিক জানান, “পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা গত এক বছর ধরে এটি নিয়ে কাজ করছি। আপাতত, শহরের বিভিন্ন ক্লিনিকগুলিতে বিনামূল্যে ২১২ ধরণের স্বাস্থ্য পরীক্ষা করা হত। বর্তমানে তা বাড়িয়ে ৪৫০ করা হয়েছে।”

এই বিষয়ে টুইটারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, “যতদিন যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এমন অনেক মানুষ আছেন, যারা বেসরকারি জায়গায় স্বাস্থ্য পরিষেবার খরচ বহন করতে পারেন না। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি এই ধরনের সমস্ত লোককে সাহায্য করবে। অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সবার জন্য ভালো মানের স্বাস্থ্য ও শিক্ষা প্রদান করাই আমাদের লক্ষ্য।”

অরবিন্দ কেজরিওয়াল
তাওয়াংয়ে ভারত-চীন সেনা সংঘর্ষে আমাদের কারও মৃত্যু হয়নি, বিবৃতি রাজনাথের
অরবিন্দ কেজরিওয়াল
অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনা সংঘর্ষ! আলোচনার দাবি কংগ্রেসের, বিবৃতি দিতে পারেন রাজনাথ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in