Dengue: রাজ্যে শেষ ৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ৪ জনের! তালিকায় এক নাবালিকাও

কলকাতার পিকনিক গার্ডেনের বসিন্দা নাবালিকা পল্লবী দে-ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। গত শনিবার প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে যায়।
রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ
রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপছবি - রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর
Published on

বর্ষার মরশুম শুরু হতে না হতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো কলকাতায়। ইতিমধ্যেই শেষ ৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। যার মধ্যে এক নাবালিকাও আছে।

রাজ্যে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ২১ জুলাই রাতে কলকাতার বেলেঘাটার হাসপাতালে নদীয়ার রানাঘাটের বাসিন্দা বছর ৪৫-র এক মহিলার মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে। পরিবার সূত্রে খবর, ঘন ঘন জ্বর আসায় তাঁকে প্রথমে রানাঘাটের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর বেলেঘাটায় নিয়ে আসা হয়।

ওই একই দিনে ৩০ বছর বয়সী এক মহিলা ও ৬৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুজনেরই ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গুর বিষয় উল্লেখ ছিল। ৩০ বছর বয়সী মহিলার বাড়ি বাঙুর অ্যাভিনিউয়ে। তাঁকে ভর্তি করা হয়েছিল লেকটাউনের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃদ্ধ ব্যক্তি নদীয়ার তাহেরপুরের বাসিন্দা। তাঁকে ১৯ জুলাই ফুলবাগানের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২১ জুলাই মৃত্যু হয়েছে।

রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ
কলকাতায় দ্রুত ছড়াচ্ছে কংজাংটিভাইটিসের নতুন ভাইরাস, নিজেকে রক্ষা করবেন কীভাবে?  

অন্যদিকে কলকাতার পিকনিক গার্ডেনের বসিন্দা নাবালিকা পল্লবী দে-ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। পরে পিকুতে স্থানান্তরিত করা হয়। গত শনিবার প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে যায় তার। তবে চিকিৎসক জানিয়েছেন, বছর দশেকের পল্লবীর মৃত্যুর অন্যতম কারণ হলো মাল্টি অর্গ্যান ফেলিয়র।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ নিয়ে রাজ্যের পুরসভাগুলিকে বাড়তি সতর্ক হতে বলেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফ থেকেও নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হচ্ছে রক্তপাত সহ রোগীর প্লেটলেট যদি ১০ হাজারের নীচে নামে তাহলে প্লেটলেট দেওয়া যাবে। রক্তপাত ছাড়া প্লেটলেট যদি ১০-২০ হাজার থাকে সেক্ষেত্রে প্লেটলেটের প্রয়োজন নেই। কিন্তু রোগীর শারীরিক অবস্থা বিচার করে চিকিৎসকরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ
Jhonson & Jhonson: বেবি পাউডার থেকে ক্যানসার! কোম্পানীকে কোটি টাকার ক্ষতিপূরণ দেবার নির্দেশ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in