Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরালায় মৃত ২! দক্ষিণী রাজ্যে গেল কেন্দ্রের দল

People's Reporter: WHO-এর মতে, ‘ফ্রুট ব্যাট’ নামক বিশেষ এক প্রজাতির বাদুড় থেকে এই ভাইরাস ছড়ায়। এই ভাইরাস সংক্রমণের লক্ষণগুলি হল শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাব।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। রাজ্যের কোঝিকোর জেলার এক বেসরকারী হাসপাতাল থেকে গত দু’সপ্তাহের মধ্যে দুটি ‘রহস্যজনক’ মৃত্যুর খবর আসার পর সোমবারই রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জনসাধারণকে সতর্ক করে জারি করা হয় একটি নির্দেশিকা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানালেন, দক্ষিণ ভারতের ওই রাজ্যে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে। তবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই নিয়ে রাজ্যের মানুষকে ভয় না পেয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কোঝিকোর জেলার বেসরকারী হাসপাতালে গত ৩০ আগস্ট প্রথম মৃত্যুর ঘটনা সামনে আসে। এরপর দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি ঘটে সোমবার। তারপরেই সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের মিটিং করেছেন এই নিয়ে।

মঙ্গলবার এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, “দুটি মৃত্যুর ঘটনাই নিপা ভাইরাসের কারণে ঘটেছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই একটি দলকে কেরালায় পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে এবং নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারকে সবরকম সহায়তা করবে।”

অন্যদিকে, রাজ্যের বাম সরকারের তরফেও কোঝিকোর জেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মানুষকে অযথা ভয় না পেয়ে নিরাপত্তার জন্য মাস্কের ব্যবহার করতে বলা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, “ভয় পাওয়ার কিছু নেই। দুই মৃত ব্যক্তির সংস্পর্শে যারা যারা এসেছেন তাঁদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের যথাযথ চিকিৎসা চলছে। এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সতর্ক থাকাটাই মূল মন্ত্র। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিকল্পনা করা হয়েছে, রাজ্যের সবাইকে সেই পরিকল্পনার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করছি।”

প্রসঙ্গত, এর আগে ২০১৮ ও ২০২১ সালেও কেরালার কোঝিকোর ও মালাপ্পুরাম জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। WHO-এর মতে, ‘ফ্রুট ব্যাট’ নামক বিশেষ এক প্রজাতির বাদুড়ের থেকে অন্যান্য প্রাণী, এমনকি মানুষের মধ্যেও এই নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমণের লক্ষণগুলি হল শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাব।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in