অনিয়মের অভিযোগ, স্বীকৃতি হারাতে পারে দেশের ১৫০ মেডিকেল কলেজ! তালিকায় আছে পশ্চিমবঙ্গও
প্রতীকী ছবি

অনিয়মের অভিযোগ, স্বীকৃতি হারাতে পারে দেশের ১৫০ মেডিকেল কলেজ! তালিকায় আছে পশ্চিমবঙ্গও

এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন মেডিকেল কলেজের পরিকাঠামো পরিদর্শন করেছেন NMC-র আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের সদস্যরা। পরিদর্শনের সময় একাধিক অনিয়ম নজরে আসে বোর্ডের সদস্যদের।

নিয়ম মেনে না চলার দায়ে জাতীয় মেডিকেল কমিশনের (NMC) স্বীকৃতি হারাতে চলেছে দেশের প্রায় ১৫০ টি মেডিকেল কলেজ।

NDTV-তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে সারা দেশে প্রায় ৪০ টি মেডিকেল কলেজ স্বীকৃতি হারিয়েছে। তবে, অনিয়মের অভিযোগে নতুন করে স্বীকৃতি হারাতে চলেছে আরও ১৫০ টি মেডিকেল কলেজ। মূলত, এই কলেজগুলি রয়েছে গুজরাট, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে।

সূত্রের খবর, এক মাসেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের পরিকাঠামো পরিদর্শন করেছেন NMC-র আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের সদস্যরা। পরিদর্শনের সময় একাধিক অনিয়ম নজরে আসে বোর্ডের সদস্যদের। তাঁরা জানতে পারেন, বেশির ভাগ মেডিকেল কলেজগুলিতে নজরদারির জন্য নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। এমনকি, উপস্থিতি নথিভুক্তির জন্য নেই আধার লিঙ্কযুক্ত বায়োমেট্রিক পদ্ধতি। এছাড়া, শিক্ষকদের একাধিক পদও শূন্য রয়েছে।

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ১৫০ মেডিকেল কলেজের তালিকা তৈরি করা হয়েছে। ওই কলেজগুলিকে স্বীকৃতি বাতিলের কথা জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে পারবে স্বীকৃতি হারানো কলেজ কর্তৃপক্ষ। এরপর NMC যদি ওই আর্জি খারিজ করে দেয়, তাহলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ।

গত ডিসেম্বরে, NMC-র নিয়ম অমান্যকারী মেডিকেল কলেজগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। তিনি জানিয়েছিলেন, আমাদের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিতে হবে, ভালো ডাক্তার তৈরি করতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই দেশের মেডিকেল কলেজগুলিতে শিক্ষা ও পরিষেবার মান নিয়ে তদন্ত শুরু করে ন্যাশনাল মেডিকেল কমিশন।

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মেডিকেল কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪  সালে, দেশে মেডিকেল কলেজ ছিল ৩৮৭ টি। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬০৷ এর মধ্যে ২২ টি হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS)।

স্নাতকোত্তর আসনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। ২০১৪ সালে স্নাতকোত্তর আসন ছিল ৩১ হাজার ১৮৫ টি। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৩৩৫ টি। MBBS আসনের সংখ্যাও ৫১ হাজার ৩৪৮ থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৪৩ টি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in