উৎসবের ৫ দিনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত ১৫ শিশু

গত পাঁচ সপ্তাহের এই হাসপাতালে ৫২টি শিশুর মৃত্যু হয়েছে। আর গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ৮২টি শিশুর। প্রায় সবারই উপসর্গ এক- জ্বর, শ্বাসকষ্ট, পেটের সমস্যা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজছবি - সংগৃহীত

উৎসবের মরসুমে ষষ্ঠী থেকে দশমী, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল ১৫টি শিশুর। মৃতের তালিকায় আছে তিনদিনের সদ্যোজাত থেকে ১০ বছরের বালক। শিশুমৃত্যু পরিণত হয়েছে রুটিনে। একদিকে, উৎসবের মরশুমে কোভিড সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে চিকিৎসক মহল। অন্যদিকে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থাকে আবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

গত পাঁচ সপ্তাহের এই হাসপাতালে ৫২টি শিশুর মৃত্যু হয়েছে। আর গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ৮২টি শিশুর। প্রায় সবারই উপসর্গ এক- জ্বর, শ্বাসকষ্ট, পেটের সমস্যা। যদিও এই উপসর্গের সঠিক কোনও কারণ এখনও রাজ্য স্বাস্থ্য দফতর জানাতে পারেনি। উৎসবের ক'দিনে যারা মারা গেছে, তাদের অধিকাংশই জন্মের সময় কিছু সমস্যা থাকার দরুন মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনদিনের দুটি শিশু, ১০ বছরের এক বালক আছে।

তাদের পরিবারের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় সন্তানদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সিনিয়র চিকিৎসকরা সবাই ছুটিতে ছিলেন। প্রসঙ্গত, জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও অ্যাকিউট রেস্পিরেটরি ইনফেকশন নিয়েও অনেক শিশুর মৃত্যু হয়েছে।

যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, এই শিশুদের জন্মের সময় কোনও না কোন সমস্যা ছিল। যদিও বিভিন্ন মহলের অভিযোগ, ডেঙ্গু বা কোভিডের মত শিশু মৃত্যু নিয়েও সঠিক তথ্য গোপন করছে রাজ্য। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন ২৭ জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে কেউই অ্যাকিউট রেস্পিরেটরি ইনফেকশনে আক্রান্ত নয়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in