

গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত করোনায় প্রাণ গিয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার স্বাস্থ্যকর্মীর। সোমবার WHO-র তরফে এমনটাই জানানো হয়েছে। এইসমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার স্বার্থে জরুরি পদক্ষেপের কথাও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৪তম ওয়ার্লড হেলথ অ্যাসেম্বলি উপলক্ষে ভাষণ দিতে গিয়ে এমনটা বলেন হু প্রধান। হু-র ডিরেক্টর জেনারেল তেদ্রস আদহানম ঘ্রেবেইসুস জানিয়েছেন, 'মহামারির সঙ্গে লড়তে লড়তে যে স্বাস্থ্যকর্মীরা নায়কোচিতভাবে নিজেদের প্রাণ দিয়েছেন। কিন্তু তারা কেউই সুপারহিরো নন। তারাও আমাদের মতো সাধারণ মানুষ। এদের মধ্যে অনেকেই কাজ করতে করতে হতাশ হয়ে যান, অসহায় বোধ করেন। পর্যাপ্ত পিপিই কিট ও ভ্যাকসিনের অভাবে তারাও ভোগেন।'
তিনি আরও বলেন, প্রত্যেকদিন সকালে উঠেই ১ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কোভিডের কারণে। আর এই কারণেই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার স্বার্থে এমন মন্তব্য করেন। এখন শান্ত থাকার সময় নয়, প্রত্যেক স্বাস্থ্যকর্মীদের এই মহান বলিদানের জন্য এগিয়ে এসে হাততালি দিয়ে তাদের অভিবাদন জানানো উচিত বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন