UEFA EURO: ২৬ জনের দল ঘোষণা পর্তুগালের, নেতৃত্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইউরো কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। ফার্নান্দো সান্টোসের দলে নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোতে ডেথ গ্রুপ 'এফ'-এ রয়েছে পর্তুগাল।
UEFA EURO: ২৬ জনের দল ঘোষণা পর্তুগালের, নেতৃত্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সেলেকাও পর্তুগালের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইউরো কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। ফার্নান্দো সান্টোসের দলে নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোতে ডেথ গ্রুপ 'এফ'-এ রয়েছে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি এবং হাঙ্গেরী। তবে পর্তুগালের দল তারকা খচিত। রোনাল্ডোর পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ, দিয়েগো জোটা, জোয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভারা ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে রয়েছেন।

পর্তুগালের ইউরো স্কোয়াড:

গোলরক্ষক: রুই প্যাট্রিকিয়ো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স),অ্যান্থনি লোপেজ (লিওন), রুই সিলভা (গ্রানাদা)।

ডিফেন্ডার: জোয়াও ক্যান্সেলো (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেডো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), জোসে ফন্টে (লিলে), পেপে (পোর্তো), রুবেন দিয়াজ (ম্যানচেস্টার সিটি), নুনো মেন্ডেস (স্পোর্টিং সিপি), রাফায়েল গুয়েরিয়েরো (বুরুশিয়া ডর্টমুন্ড)।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো পেরেইরা (প্যারিস সাঁ জার্মেইন), জোয়াও পালহিনহা (স্পোর্টিং সিপি), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন), জোয়াও মৌটিনহ (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রোনাটো স্যাঞ্চেস (লিলে), সের্জিও অলিভেইরা (পোর্তো), উইলিয়াম কারভাহালো (রিয়েল বেতিস)।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (জুভেন্তাস), দিয়েগো জোটা (লিভারপুল), বার্নার্ডো সিলভা (ম্যানচেস্টার সিটি), জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ), রাফা সিলভা (বেনফিকা), পেড্রো গনসালভেস (স্পোর্টিং সিপি), আন্দ্রে সিলভা (ফ্র্যাঙ্কফুট), গনসালো গুয়েদেস (ভ্যালেন্সিয়া)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in