Euro Cup: নর্থ ম্যাসিডোনিয়াকে হারিয়ে প্রথম জয় পেলো ইউক্রেন

ইউরো অভিযানটা দুই দলই হারের মুখ দেখে শুরু করেছিলো। ইউক্রেন প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছিলো। অন্যদিকে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারে নর্থ ম্যাসিডোনিয়া।
ইউক্রেন বনাম নর্থ ম্যাসিডোনিয়া
ইউক্রেন বনাম নর্থ ম্যাসিডোনিয়াছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

নর্থ ম্যাসিডোনিয়াকে হারিয়ে ইউরো ২০২০-এর প্রথম জয় পেলো ইউক্রেন। সেইসঙ্গে জিইয়ে রাখলো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশাও। খেলার ফলাফল ইউক্রেনের পক্ষে ২-১। ইউরো অভিযানটা দুই দলই হারের মুখ দেখে শুরু করেছিলো। ইউক্রেন প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছিলো। অন্যদিকে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারে নর্থ ম্যাসিডোনিয়া। এই ম্যাচে ইউক্রেন প্রথম তিন পয়েন্ট পেলেও নর্থ ম্যাসিডোনিয়ার হাত খালিই রইলো।

রোমানিয়ার বুখারেস্টে গ্রুপ 'সি'-এর এই ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইউক্রেন। ম্যাচের ২৯ মিনিটে আলেকজান্দ্র কারাভায়েবের পাস থেকে গোল করে ইউক্রেনকে এগিয়ে দেন আন্দ্রেই ইয়ারমলেংক। প্রথম গোলের ঠিক পাঁচ মিনিট পরেই আরও একটি গোল ইউক্রেনের স্কোরলাইনে যোগ হয়। এবার আন্দ্রেই ইয়ারমলেংকরের পাস থেকে গোল করেন রোমান ইয়ারেমচুক।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে একটি গোল পরিশোধ করতে পারে নর্থ ম্যাসিডোনিয়া। পেনাল্টি থেকে গোল করতে গিয়ে মিস করেন অ্যালয়েস্কি। তবে গোলকিপারের সেভের পর ফিরতি বলে ইউক্রেনের জাল খুঁজে পান তিনি। পুরো ম্যাচে অনেক গুলো সুযোগ আসে নর্থ ম্যাসিডোনিয়ার কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের ৮৪ মিনিটে আরোও এক গোলে এগিয়ে যেতে পারতো ইউক্রেন। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক স্টোল দিমিত্রিসিভেস্কি ইউক্রেনের রুসলেন মালিনোভস্কির পেনাল্টি শট আটকে দেন। ইউক্রেন জয়ের উল্লাসে মাতে ২-১ ব্যবধান নিয়ে।

গ্রুপ 'সি'-এর অপর ম্যাচে আজ দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড এবং অস্ট্রিয়া। নেদারল্যান্ড এবং অস্ট্রিয়া রয়েছে যথাক্রমে গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে। দুই দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। দু'ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন। চতুর্থ স্থানে থাকা নর্থ ম্যাসিডোনিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in