Euro Cup: লড়াকু ইউক্রেনকে ৩-২ গোলে হারালো নেদারল্যান্ড

আমস্টারডাম এরেনাতে ৫ গোলের থ্রিলারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে নেদারল্যান্ড। সম্পূর্ণ খেলায় দুই দলের লড়াই চলছিলো প্রায় সমানে সমানে। তবে কঠিন এবং উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসলো ডাচ'রাই।
নেদারল্যান্ড বনাম ইউক্রেন
নেদারল্যান্ড বনাম ইউক্রেনছবি ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

আমস্টারডাম এরেনাতে ৫ গোলের থ্রিলারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছে নেদারল্যান্ড। সম্পূর্ণ খেলায় দুই দলের লড়াই চলছিলো প্রায় সমানে সমানে। তবে কঠিন এবং উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসলো ডাচ'রাই।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ইউরোপীয়ান ফুটবল। দুই দলের গোলরক্ষক প্রথমার্ধে বেশ কয়েকটি সুন্দর সেভ করেন।

গোল শুরু হয় দ্বিতীয়ার্ধে। প্রথম ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। ৫২ মিনিটে জর্জিনিয়ো উইজনালডুম নেদারল্যান্ডকে এগিয়ে দেন। প্রথম গোলের ঠিক ৬ মিনিট বাদেই দ্বিতীয় গোলের স্বাদ পান ফ্র্যাঙ্ক ডি বোর এন্ড কোং। দ্বিতীয় গোলটি করেন উলফসবার্গের ডাচ ফরোয়ার্ড আউট ওয়েঘর্স।

২-০ গোলে পিছিয়ে থাকার পরেও দুর্বল হয়ে পড়েনি ইউক্রেন। তারা সমান ভাবেই আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে। ম্যাচের বয়স যখন ৭৫ মিনিট, তখন প্রথম গোলটি যোগ হয় ইউক্রেনের স্কোরলাইনে। আন্দ্রেই ইয়ারমলেংকরের বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে নেদারল্যান্ডের জাল স্পর্শ করে বল। এই গোলের ঠিক ৪ মিনিট বাদেই দুরন্ত ভাবে সমতা ফিরে পায় ইউক্রেন। মালিনোভস্কির ফ্রি কিক থেকে হেডে সমতা ফেরান ইয়ারেমচুক। এরপর আরও রোমাঞ্চকর হয়ে ওঠে ফুটবল।

তবে শেষ হাসি ফুটেছে ফ্র্যাঙ্ক ডি বোরের মুখেই। কাঙ্খিত তিন পয়েন্ট এনে দেওয়ার জন্য ডাচদের গত ম্যাচের নায়ক এইন্ডহোভেন ডিফেন্ডার ডেনজেল ডামফ্রাইস। ম্যাচের ৮৫ মিনিটে নাথান একের ক্রস থেকে হেড করে গোল করেন তিনি। আর এই গোলের সুবাদেই জয় পায় ডাচরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in