Euro Cup: গ্রুপ 'ই' থেকে শেষ ষোলতে সুইডেনের সঙ্গী স্পেন

পাঁচ গোলের থ্রিলারে শেষ হাসি হাসলো সুইডেন। পোলিশদের ৩-২ গোলে হারালো তারা। ম্যাচের শুরুতেই আলেক্সান্ডার আইজ্যাকের পাস থেকে গোল করে সুইডেনকে এগিয়ে দেন এমিল ফর্সবার্গ।
স্লোভাকিয়াকে ৫-০ গোলে হারানোর পর স্পেনের খেলোয়াড়রা
স্লোভাকিয়াকে ৫-০ গোলে হারানোর পর স্পেনের খেলোয়াড়রাছবি সৌজন্যে ইউরোর ট‍্যুইটার হ‍্যান্ডল
Published on

ভিক্টর ক্লেইসনের শেষ মুহূর্তের গোলে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ ই'র শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলো সুইডেন। অন্যদিকে স্লোভাকিয়াকে ৫ গোলের মালা পরিয়ে নক আউট পর্বের টিকিট পেলো 'স্প্যানিশ আর্মাডা'ও।

পাঁচ গোলের থ্রিলারে শেষ হাসি হাসলো সুইডেন। পোলিশদের ৩-২ গোলে হারালো তারা। ম্যাচের শুরুতেই আলেক্সান্ডার আইজ্যাকের পাস থেকে গোল করে সুইডেনকে এগিয়ে দেন এমিল ফর্সবার্গ। প্রথমার্ধে এই লীড বজায় রাখার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে দেজান কুলুসেভস্কির পাস থেকে সুইডেনের হয়ে দ্বিতীয় গোলটি আসে ফর্সবার্গের পা থেকেই।

সুইডেন ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর রবার্ট লেভনডস্কির জোড়া গোলে সমতা ফেরে পোলিশদের। ৬১ মিনিটে এবং ৮৪ মিনিটে দুটি গোল করেন বায়ার্ন সেনসেশন লেভা। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ক্লেইসনের গোলে জয় ছিনিয়ে নেয় সুইডেন। খালি হাতেই ফিরতে হয় পোল্যান্ডকে।

অন্য ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলে হারিয়েছে লুইস এনরিকেরা। প্রথমার্ধের ৩০ মিনিটে মার্টিন ডারবাভকার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ে জেরার্ড মোরেনোর পাস থেকে লাপোর্তোর গোলে ব্যবধান দ্বিগুণ করে আলভারো মোরাতারা।

দ্বিতীয়ার্ধে আসে বাকি তিনটি গোল। ৫৬ মিনিটে জর্ডি আলবার পাস থেকে স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন পাবলো সারাবিয়া। ৬৭ মিনিটে সারাবিয়ার অ্যাসিস্টে স্পেনের স্কোর লাইনে চতুর্থ গোলটি যোগ করেন ফেরান তোরেস এবং ম্যাচের ৭১ মিনিটে জুরাজ কুককা নিজেদের জালে বল জড়িয়ে স্পেনকে পঞ্চম গোলটি উপহার দেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in