Euro Cup: প্যাট্রিক সিকের জোড়া গোলে স্কটল্যান্ডকে পর্যুদস্ত করলো চেক প্রজাতন্ত্র

প্যাট্রিক সিকের গোলে স্তম্ভিত গোটা ফুটবল বিশ্বই। ম্যাচের ৫২ মিনিটে ৪৯.৭ গজ দূর থেকে বাঁ পায়ের শটে স্কটল্যান্ডের জালে বল ছোঁয়ান প্যাট্রিক। গোলটি নিঃসন্দেহে ইউরোর ইতিহাসে অন্যতম সেরা গোল।
প্যাট্রিক সিক
প্যাট্রিক সিকছবি সংগৃহীত

প্যাট্রিক সিকের গোলে স্তম্ভিত স্কটিশরা। শুধু স্কটিশরা নয় স্তম্ভিত হবে গোটা ফুটবল বিশ্বই। ম্যাচের ৫২ মিনিটে ৪৯.৭ গজ দূর থেকে বাঁ পায়ের শটে স্কটল্যান্ডের জালে বল ছোঁয়ান প্যাট্রিক। গোলটি নিঃসন্দেহে ইউরোর ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে জায়গা করে নেবে।

গ্লাসগোর হ্যাম্পডেনে গ্রুপ 'ডি'-এর রাউন্ড ওয়ানে মুখোমুখি হয়েছিলো স্কটল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র। প্যাট্রিক সিকের জোড়া গোলে স্বাগতিক স্কটল্যান্ডকে পর্যুদস্ত করে ইউরো অভিযান শুরু করলো চেক প্রজাতন্ত্র।

জারোস্লাভ সিলহেভি এদিন ৪-২-৩-১ ফর্মেশনে চেক প্রজাতন্ত্রকে নামায়। অন্যদিকে স্টিভ ক্লার্ক স্কটিশদের নামায় ৩-৫-২ ফর্মেশনে। এই ম্যাচে শুরু থেকেই পাল্লা ভারী থাকে চেক প্রজাতন্ত্রের। প্রথমার্ধের ৪২ মিনিটে ভ্লাদিমির কউফলের বাড়ানো পাস থেকে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন বায়ার লেভারকুসেনের তারকা ফরোয়ার্ড প্যাট্রিক সিক। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে শেষ করে ভ্লাদিমির দারিদারা।

দ্বিতীয়ার্ধের ঠিক ৫২ মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্রের স্কোর লাইনে দ্বিতীয় তথা শেষ গোলটি যোগ হয়। আবারও গোল আসে সেই প্যাট্রিক সিকের পা থেকে। টমাস সসেকের বাড়ানো বল পেয়ে প্রায় মাঝ মাঠ থেকে বাঁ পায়ে জোরালো শট নেয় প্যাট্রিক। আর এই শট ডেভিড মার্শালকে পরাস্ত করে স্কটল্যান্ডের জালে গিয়ে পৌঁছায়। শেষ পর্যন্ত ২-০ গোলে লীড বজায় রেখে ৩ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে জারোস্লাভ সিলহেভি এন্ড কোং।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in