জার্মানির বিরুদ্ধে জয়ের পর ইংল্যান্ড
জার্মানির বিরুদ্ধে জয়ের পর ইংল্যান্ডছবি - উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Euro Cup: এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি

কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সবথেকে সুবিধাজনক জায়গায় আছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। তার কারণ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউক্রেন।

অঘটনের ইউরোর কোয়ার্টার ফাইনালের আট দল নিশ্চিত হয়ে গেছে। প্রি কোয়ার্টার ফাইনালে একের পর এক অঘটনের পর সেমিফাইনালের টিকিটের জন্য লড়াই করবে আট দল।

শেষ ষোলোর ম্যাচে সবচেয়ে বড় অঘটন দুটির মধ্যে হলো সুইজারল্যান্ডের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হার এবং চেক প্রজাতন্ত্রের কাছে নেদারল্যান্ডের। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে টুর্নামেন্টের চার পরাশক্তি ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও জার্মানি। কোয়ার্টার ফাইনালে যে আট দল উঠেছে তারা হলো - ইতালি, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সবথেকে সুবিধাজনক জায়গায় আছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। তার কারণ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউক্রেন। সেখানে জিতলে সেমিতে রহিম স্টার্লিং, হ্যারি কেনরা মুখোমুখি হবে ডেনমার্ক বা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

এক নজরে ইউরো কোয়ার্টার ফাইনালের সূচী
এক নজরে ইউরো কোয়ার্টার ফাইনালের সূচীগ্রাফিক্স - নিজস্ব

অন্যদিকে ইতালি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের। এই দুই হেভিওয়েট দলের একটি বিদায় নেবে তৃতীয় রাউন্ডেই। অন্য দলকে সেমিতে মুখোমুখি হতে হবে সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সের সাথে।

এক নজরে ইউরোর কোয়ার্টার ফাইনালের সূচী (ভারতীয় সময় অনুসারে):

১. ২ রা জুলাই: সুইজারল্যান্ড বনাম স্পেন (সেন্ট পিটার্সবার্গ, রাত সাড়ে ৯ টা)

২. ৩ রা জুলাই: বেলজিয়াম বনাম ইতালি (মিউনিখ, রাত সাড়ে ১২ টা)

৩. ৩ রা জুলাই: চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক (বাকু, রাত সাড়ে ৯ টা)

৪. ৪ ঠা জুলাই: ইংল্যান্ড বনাম ইউক্রেন ( রোম, রাত সাড়ে ১২ টা)

শেষ চার দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ই জুলাই এবং ৮ ই জুলাই। মেগা ফাইনাল আগামী ১২ ই জুলাই ওয়েম্বলিতে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in