Euro Cup: শেষ ৮ মিনিটের পর্তুগাল ঝড়ে বিধ্বস্ত হাঙ্গেরী, ইউরোর সর্বোচ্চ গোলদাতার মুকুট রোনাল্ডোর

শেষ মুহূর্তের মাত্র আট মিনিটের ঝড়ে হাঙ্গেরী দুর্গ গুঁড়িয়ে দিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। প্রথমার্ধ থেকেই একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফার্নান্দো সান্টোস বাহিনী।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোউয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

শেষ মুহূর্তের মাত্র আট মিনিটের ঝড়ে হাঙ্গেরী দুর্গ গুঁড়িয়ে দিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। প্রথমার্ধ থেকেই একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফার্নান্দো সান্টোস বাহিনী। দ্বিতীয়ার্ধের শেষে এসে রাফায়েল গুয়েরিয়েরোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। পর মূহুর্তেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোল এবং পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করে হাঙ্গেরীর কফিনে শেষ পেরকটি পুঁতে দেন পর্তুগীজ অধিনায়ক সি আর সেভেন।

পুসকাস এরেনাতে প্রথম থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে হাঙ্গেরী। রোনাল্ডো এবং ব্রুনো ফার্নান্দেজকে কার্যত বেঁধে রাখে তারা। পেপের বাড়ানো এক দুরন্ত পাস পেলেও তা কাজে লাগাতে পারেনি রোনাল্ডো। বারবার আক্রমণ করেও নাজেহাল হতে হয় পর্তুগীজদের। প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে গিয়ে ম্যাচে গোলের খরা কাটে ফার্নান্দো সান্টোসদের। পরিবর্ত হিসাবে নামা রাফায়েল সিলভার পাস থেকে ডিফ্লেক্টেড শটে গোল করেন রাফায়েল গুয়েরিয়েরো। বাকি কাজটা সারেন স্বয়ং পর্তুগীজ অধিনায়ক।

আজ মাঠে নামার সাথে সাথেই নতুন কীর্তি রচনা করেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। ইউরোর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার নজির গড়লেন তিনি। সেইসঙ্গে জোড়া গোল করে পাঁচটি ইউরোতেই গোল করার অনন্য কীর্তি রচনা করলেন নিজে হাতে। এখানেই শেষ নয় ইউরোতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনাল্ডোই। মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড পেছনে ফেলে রোনাল্ডোর মুকুটে ১১ গোলের রেকর্ড।

১-০ গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে একের পর এক রেকর্ডের মুকুট লাগে রোনাল্ডোর মাথায়। অতিরিক্ত সময়ে ৯০+২ মিনিটে রাফা সিলভার পাস থেকে গোল করে দেশের জার্সিতে ১০৬ তম গোলটি করে ফেললেন জুভেন্তাস সেনসেশন। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য রোনাল্ডোর প্রয়োজন আর মাত্র চারটি গোল।

হাঙ্গেরীকে বড় ব্যবধানে হারিয়ে ডেথ গ্রুপের শুরুটা ভালো মতোই করে ফেললো পর্তুগাল। আর কিছুক্ষণ পরেই এই গ্রুপের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে তিন বারের ইউরো জয়ী জার্মানী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in