Euro Cup: আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পর্তুগাল-বেলজিয়াম

ফুটবল বোদ্ধারা শেষ ষোলোর দুটি ম্যাচকে দিচ্ছেন হাইভোল্টেজের তকমা। একটি হলো পর্তুগাল বনাম বেলজিয়াম অপরটি ইংল্যান্ড বনাম জার্মানি। আজ রাতেই রুদ্ধশ্বাস লড়াইয়ে মাঠে নামছে পর্তুগাল এবং বেলজিয়াম।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও পেপে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও পেপেছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটারের সৌজন্যে

ফুটবল বোদ্ধারা শেষ ষোলোর দুটি ম্যাচকে দিচ্ছেন হাইভোল্টেজের তকমা। একটি হলো পর্তুগাল বনাম বেলজিয়াম অপরটি ইংল্যান্ড বনাম জার্মানি। আজ রাতেই রুদ্ধশ্বাস লড়াইয়ে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং কেভিন ডি ব্রুইনের বেলজিয়াম। ভারতীয় সময় রাত ঠিক সাড়ে ১২ টা থেকে স্পেনের সেভিয়াতে বল গড়াবে এই ম্যাচের। তার আগে সাড়ে ৯ টায় বুদাপেস্টে প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্রের।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিং-এ বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুরা রয়েছেন দারুণ ছন্দে। ফর্মে ফিরেছেন এডেন হ্যাজার্ডও। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে বেলজিয়াম। অন্যদিকে ডেথ গ্রুপ থেকে কঠিন তিন ম্যাচ খেলে শেষ ষোলোতে প্রবেশ করেছে পর্তুগাল।

পর্তুগীজদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন ফর্মের শীর্ষে। গ্রুপ পর্বের তিন ম্যাচে পাঁচ গোল করে ইউরোর শীর্ষ স্কোরার তিনি। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক কেরিয়ারে ছুঁয়েছেন অনন্য রেকর্ড। আজ বেলজিয়ামের বিপক্ষে এক গোল করলেই ইরানের আলি দাইকে পেছনে ফেলে পাঁচ বারের ব্যালন ডি’অর হয়ে যাবেন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইন রোনাল্ডোদের প্রধান ত্রাস। এছাড়াও রোমেলু লুকাকু গোলের মধ্যে রয়েছেন। গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন এই ইন্টার স্ট্রাইকার। বেলজিয়ামের প্রাচীর থিবো কার্তুয়াকে পরাস্ত করা যে খুব সহজ নয় তা ভালো মতোই জানেন ফার্নান্দো সান্টোস। ইউরোপীয়ন চ্যাম্পিয়নশীপে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। এখনও পর্যন্ত মোট ১৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। পর্তুগাল জিতেছে ৬ বার এবং বেলজিয়াম ৫ বার। ৭ টি ম্যাচ শেষ হয়েছে সমতায়। তবে শেষ পাঁচ বারের মুখোমুখিতে একটিতেও হারের মুখ দেখেনি পর্তুগাল।

অন্য ম্যাচে বুদাপেস্টে ডাচদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। ইউক্রেন, নর্থ ম্যাসিডোনিয়া এবং অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ সি-এর শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছেছে ফ্র্যাঙ্ক ডি বোররা। তবে গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রও ভালো খেলেছে। চেক স্ট্রাইকার প্যাট্রিক সিক প্রথম ম্যাচে বিশ্বমানের গোল করে আলোচনার কেন্দ্রে পরিণত হন। গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন তিনি। মেমফিস ডিপে, ডিজং, ডি লিট, উইজনালডুম বনাম প্যাট্রিক সিক, জ্যাকুব জানকাটো, ভ্লাদিমির কউফলদের লড়াইয়ের দিকেও নজর থাকবে ফুটবল বিশ্বের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in