Euro Cup: চোটের কারণে ছিটকে গেলেন ডনি ভ্যান ডি'বিক - ধাক্কা ডাচ শিবিরে

ইউরোর মাঠে বল গড়ানোর আর তিন দিন বাকি। তার আগেই বড় ধাক্কা ডাচ শিবিরে। চোটের কারণে ইউরো থেকে ছিটকে গেলেন ম্যান ইউ মিডফিল্ডার ডনি ভ্যান ডি'বিক। ঠিক কি কারণে চোট পেয়েছেন ডি'বিক তা জানা যায়নি।
ডনি ভ্যান ডি'বিক
ডনি ভ্যান ডি'বিকছবি ট্রান্সফারমার্কেট-এর সৌজন্যে

ইউরোর মাঠে বল গড়ানোর আর তিন দিন বাকি। তার আগেই বড় ধাক্কা ডাচ শিবিরে। চোটের কারণে ইউরো থেকে ছিটকে গেলেন ম্যান ইউ মিডফিল্ডার ডনি ভ্যান ডি'বিক। ঠিক কি কারণে চোট পেয়েছেন ডি'বিক তা জানা যায়নি। তবে ইউরোর আগে সেরে উঠতে পারবেন না। নেদারল্যান্ডের কোচ ফ্র্যাঙ্ক ডি বোর জানিয়েছেন, তাঁর পরিবর্ত হিসাবে আপাতত দলে কাউকে নেওয়া হচ্ছে না।

ইউরোর স্কোয়াড ঘোষণার আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন নেদারল্যান্ড অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। ডাচদের রক্ষণভাগের প্রধান এই অস্ত্র না থাকায় এমনিতেই ফ্রাঙ্ক ডি বোরদের চিন্তার ভাঁজ কপালে। তার ওপর ভ্যান ডি'বিক ছিটকে যাওয়ায় আরও এক ধাক্কা এলো নেদারল্যান্ডের। এছাড়াও চোটের কারণে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি ডি'লিট। ইউক্রেনের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পাওয়াও অনিশ্চত নেদারল্যান্ডের।

দেশের হয়ে ১৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভ্যান ডি'বিক ইউরো স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন প্রত্যাশা মতো। তবে ২৪ বর্ষীয় ম্যান ইউ মিডফিল্ডারকে স্কটল্যান্ড এবং জর্জিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামানো হয়নি। এরপরেই জল্পনা শুরু হয়। অবশেষে ডাচ ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, চোট থেকে সেরে না ওঠায় ইউরোতে খেলতে পারবেন না ভ্যান ডি'বিক।

আগামী ১৪ ই জুন ইউক্রেনের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ রয়েছে নেদারল্যান্ডের। ১৮ ই জুন ডাচদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ রয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২১ শে জুন উত্তর ম্যাসেডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্র্যাঙ্ক ডি বোর ব্রিগেড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in