Euro Cup: নেদারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র

'ইউরো ২০২০' থেকে ডাচদের বিদায় ঘন্টা বাজালো চেক প্রজাতন্ত্র। বুদাপেস্টে প্রি কোয়ার্টার ফাইনালে দশ জনের নেদারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো টমাস সৌসেক বাহিনী।
চেক প্রজাতন্ত্র বনাম নেদারল্যান্ড
চেক প্রজাতন্ত্র বনাম নেদারল্যান্ডছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

'ইউরো ২০২০' থেকে ডাচদের বিদায় ঘন্টা বাজালো চেক প্রজাতন্ত্র। বুদাপেস্টে প্রি কোয়ার্টার ফাইনালে দশ জনের নেদারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো টমাস সৌসেক বাহিনী। চেক প্রজাতন্ত্রের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেন টমাস হোলেস এবং প্যাট্রিক সিক। চলতি ইউরোতে চার গোল করে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার প্যাট্রিক সিক। শীর্ষে রয়েছেন পর্তুগীজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

উত্তেজনার নক আউট পর্বে ৩-৪-১-২ ফর্মেশনে মাঠে নামে উইজনালডুমরা। চেক প্রজাতন্ত্র মাঠে নামে ৪-২-৩-১ ফর্মেশনে। প্রথমার্ধে দুই দল সমানে সমানে লড়াই চালিয়ে যায়। দুই দলই অনেক গুলো আক্রমণ করলেও প্রথমার্ধে গোল অধরাই থাকে।

অঘটন ঘটে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে। ইচ্ছাকৃত হ্যান্ডবলের খেসারত হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যাথিউস ডি লিটকে। এরপর দশ জনের নেদারল্যান্ডের বিপক্ষে বড় সুযোগ পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬৮ মিনিটে টমাস কালাসের বাড়ানো পাস থেকে ফ্রাঙ্ক ডি বোরদের জালে বল জড়িয়ে দেন টমাস হোলেস।

১-০ গোলে পিছিয়ে থাকার পর কামব্যাক করার চেষ্টা চালালেও মেমফিস ডিপে, ডনিয়েল মালেনরা পারেনি। ৮০ মিনিটে টমাস হোলেসের পাস থেকে ডাচদের সব আশা মাটিতে মিশিয়ে দেন প্যাট্রিক সিক। ডেনমার্ক, ইতালির পর তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় চেক প্রজাতন্ত্র। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in