Euro Cup: রোনাল্ডোদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

হাইভোল্টেজ টুর্নামেন্টে ফুটবল বিশ্বের চোখ ছিলো দুই দেশের দুই হেভিওয়েট তারকার উপর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোমেলু লুকাকু। তবে ম্যাচে এই দুজনকে পেছনে ফেলে আলো ছড়িয়েছেন থর্গান হ্যাজার্ড।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোমেলু লুকাকু
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোমেলু লুকাকুছবি ইউরোর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইউরোর জৌলুস যে কমলো তা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোর পাঁচটি আসর খেলেছেন রোনাল্ডো। ২৫ ম্যাচে করেছেন রেকর্ড ১৪ টি গোল। ভুরি ভুরি রেকর্ডের মালিক চলতি টুর্নামেন্টে পাঁচ গোল করেছেন। তবে সেভিয়াতে নক আউট পর্বে বেলজিয়ামের কাছে আটকে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সম্ভবত এটিই সিআর সেভেনের শেষ ইউরো কাপ। হতাশ সমর্থকরা। ইউরো হয়তো হারিয়েই ফেললো তাদের রাজাকে।

হাইভোল্টেজ টুর্নামেন্টে ফুটবল বিশ্বের চোখ ছিলো দুই দেশের দুই হেভিওয়েট তারকার উপর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোমেলু লুকাকু। তবে ম্যাচে এই দুজনকে পেছনে ফেলে আলো ছড়িয়েছেন থর্গান হ্যাজার্ড। প্রথমার্ধের ৪২ মিনিটে তারই রকেট শটে রুই প্যাট্রিকিয়ো বোকা বনে যান।

এই ম্যাচটা ভুলে যেতে চাইবেন দিয়েগো জোটা। লিভারপুল ফরোয়ার্ডের সামনে দু দুটি নিশ্চিত সুযোগ ছিলো পর্তুগালকে এগিয়ে দেওয়ার। রোনাটো স্যাঞ্চেজের পা থেকে বল পেয়ে সহজ গোল মিস করে যান জোটা। দ্বিতীয়ার্ধে রোনাল্ডো দুরন্ত দক্ষতায় একটি বল জোটাকে বাড়ান কিন্তু তিনি বার পোস্টের উপর দিয়ে শট মেরে বসেন।

দিনটা রোনাল্ডোদের ছিলোনা। প্রথমার্ধে ফ্রী কিকে দারুণ এক শট নিলেন রোনাল্ডো। তবে থিবো কার্তুয়াকে পরাস্ত করতে পারেননি। রাফায়েল গেরেইরোর শট কার্তুয়াকে পরাস্ত করতে পারলেও, দুর্ভাগ্যবশত সেটি গোলপোষ্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামকে কার্যত বলই দেয়নি পর্তুগাল। তবে বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি তারা।

থর্গান হ্যাজার্ডের গোলে হেরে অশ্রুশিক্ত চোখেই মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ইউরোপ সেরার লড়াইয়ে পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিনা জানা নেই। তবে এই হার যেনো মেনে নিতে পারছেন না তিনি। শুরু থেকেই একের পর এক সুযোগ হাতছাড়া করায় দ্বিতীয় রাউন্ডেই বিদায় জানালো ফার্নান্দো সান্টোসের ছাত্ররা। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন থেমে গেলো পেপে, রোনাটো স্যাঞ্চেজ, বার্নার্ডো সিলভাদের।

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ মানচিনির ইতালি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in